উনকোটি চৌষট্টি দায়িত্বে ‘শ্রীমতী’ স্বস্তিকা

RBN Web Desk: অন্য আরও অনেক মেয়ের মতো শ্রীমতী সংসার করতে ভালোবাসে। যেমনটা বহু বাঙালি বাড়ির মা, ঠাকুমা, মাসি পিসিরা করতে চাইত, আর মন দিয়ে করতও, শ্রীমতী ঠিক তেমনভাবেই থাকতে চায়। আজকের যুগেও এমন অনেকেই আছেন যারা সংসারের উনকোটি চৌষট্টি দায়িত্ব সামলেও সুখেই থাকেন, ব্যস্ত থাকেন। শ্রীমতীরও ভালো লাগে সকলের জন্য রান্না করতে, সবার খেয়াল রাখতে, নিজেকে নিয়ে খুশি থাকতে। এদিকে তার আশেপাশের মানুষজন তাকে সবসময় উপদেশ দেয় আরও একটু আধুনিক হয়ে উঠতে, একটু স্বাস্থ্য সচেতন হতে। শ্রীমতী কি শুনবে তাদের কথা?

এরকমই এক সাধারণ মধ্যবিত্ত গৃহবধূকে নিয়ে আসছে পরিচালক অর্জুন দত্তের আগামী ছবি ‘শ্রীমতী’। ছবির নামভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, বরখা বিশত, তৃণা সাহা ও খেয়া চট্টোপাধ্যায়। 

স্বস্তিকা রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি সাধারণত এমন চিত্রনাট্য খুঁজি যা আগে করিনি। শ্রীমতী তেমনই একটা চরিত্র। সে সংসারটা ভালোবেসে করে, আর নিজের সিদ্ধান্তে অনড় থাকে। তবু একটা সময় পারিপার্শ্বিক চাপে এসে শ্রীমতী অন্যভাবে ভাবতে শুরু করে। যেমন হয় বাস্তবে, অন্যদের কথা শুনে মনে হয় আমি হয়তো পিছিয়ে পড়ছি, আমার বোধহয় ত্বকের যত্ন নেওয়া উচিত বা অন্য ধরনের পোশাক পরা দরকার, সকলে আমার থেকে এগিয়ে যাচ্ছে, যেরকম চারদিকেই দেখি আমরা। অন্যদের দেখে আমরা প্রতিনিয়ত নিজেদের পাল্টে নিতে আগ্রহী হয়ে উঠি, এমন উদাহরণ তো এখন ঘরে-ঘরে। সেই সকলের হয়ে গল্পটা বলবে শ্রীমতী চ্যাটার্জী।”

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

শ্রীমতীর স্বামী অনিন্দ্যের চরিত্রে রয়েছেন সোহম। তিনি জানালেন, “অনিন্দ্য সবসময়ই স্ত্রীকে সমর্থন করে, তার ব্যাপারে খুব যত্নশীলও। তবে একটা সময়ে স্ত্রীর পরিবর্তন দেখে তার কিছুটা অভিমান হয়। তবে সে সবটাই মানিয়ে নিয়ে চলতে ভালোবাসে। এই ছবিতে সব চরিত্রই খুব সাধারণ আর মিষ্টি। জটিলতা নেই কারও মধ্যে। সব চরিত্রে হিরোইজ়ম থাকবে এমন তো নয়। একটা বাস্তব চরিত্র হিসেবেই অনিন্দ্যকে আমার ভালো লেগেছে। আর অর্জুন খুব শিক্ষিত পরিচালক, লেখার ওপর খুব দখল আছে। এত সুন্দর করে চরিত্রটা বুঝিয়ে দেয় যে তারপর আর কোথাও আটকায় না।”

ছবিতে অনিন্দ্যের বোনের চরিত্রে রয়েছেন তৃণা। তাঁর চরিত্রের নাম বৃষ্টি। “বৃষ্টি তার বউদিকে খুব ভালোবাসে। বউদির জন্য সে সকলের সঙ্গে লড়ে যেতে পারে। আমার খুব ভালো লেগেছে চরিত্রটা,” জানালেন তৃণা। 

(বাঁদিক থেকে) খেয়া চট্টোপাধ্যায়, তৃণা সাহা, অর্জুন দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তী

খেয়াকে এই ছবিতে দেখা যাবে শ্রীমতীর কাজের সঙ্গী কাজলের চরিত্রে। “তবে কাজলকে শুধু কাজের মেয়ে বললে ভুল হবে। সে এই পরিবারের একজন সদস্য। আর শ্রীমতীর সম্পর্কে সে খুব প্রটেক্টিভ। আমি এই চরিত্রটা পেয়ে লুফে নিয়েছিলাম,” বললেন খেয়া।

অর্জুনের ‘অব্যক্ত’ ও ‘গুলদস্তা’তেও ছিল সম্পর্কের গল্প। ‘শ্রীমতী’ও কি তাহলে সেই গোত্রের? অর্জুন জানালেন, “এটা ঠিক যে আমি মানবিক সম্পর্কের ওপর ছবি করতে ভালোবাসি। তবে শ্রীমতী আমার কাছে খুব ব্যক্তিগত একটা ছবি। আমার মাকে যেমন দেখে এসেছি, তিনি হয়তো চাকরি করতে বেরোননি, কিন্তু বাড়ির সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন।”

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

শুধুমাত্র নারী ক্ষমতায়ন নয়, প্রতিটি মানুষেরই নিজের ইচ্ছেমতো বাঁচার সুযোগ থাকা উচিত বলে মনে করেন অর্জুন। “সেখানে শ্রীমতী যদি সংসার সামলে সুখে থাকতে পারে তাকে সেটাই করতে দেওয়া উচিত। স্বস্তিকাদি তো বটেই, সোহমদা, বরখাদি সকলেই ছবিতে এত ভালো কাজ করেছে আমি খুব খুশি,” বললেন পরিচালক। 

ছবিতে সুরারোপ করেছেন সৌম্য ঋত। ছবির গানগুলি গেয়েছেন অনুপম রায়, সোমলতা আচার্য ও লগ্নজিতা চক্রবর্তী।

৮ জুলাই মুক্তি পেতে চলেছে ‘শ্রীমতী’।

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *