যশের সঙ্গে লিলেট?
RBN Web Desk: তাঁর প্রথম হিন্দি ছবির জন্য এক প্রস্থ শুটিং সেরে ফেললেন যশ দাশগুপ্ত। শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করছেন ‘ইয়ারিয়া’র পরিচালক দিব্যা খোসলা কুমার। বাংলার যশের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘চিনে বাদাম’। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ও নুসরত জাহান অভিনীত ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’।
সূত্রের খবর, যশ অভিনীত হিন্দি ছবিতে অভিনয় করছেন লিলেট দুবে, জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি ও টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরী। ছবিটি পরিচালনা করছেন বিনয় সপ্রু ও রাধিকা রাও। তবে এখনও পর্যন্ত ছবিটির কোনও নামকরণ করা হয়নি। ছবিটির প্রথম দফার শুটিং হয়েছে শুটিং উত্তর ভারতে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
এরই মাঝে ইদে মুক্তিপ্রাপ্ত একটি মিউজ়িক ভিডিওতে অভিনয় করেছেন যশ ও নুসরত। উল্লেখ্য বিনয় ও রাধিকাও মুম্বইয়ে একাধিক জনপ্রিয় মিউজ়িক ভিডিও তৈরি করেছেন।