‘মির্জ়াপুর’ খ্যাত অভিনেতা শাহনাওয়াজ় প্রধান প্রয়াত
RBN Web Desk: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা শাহনাওয়াজ় প্রধান। গতকাল মুম্বইতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। অনুষ্ঠানটি সঙ্গে-সঙ্গে স্থগিত করে দেওয়া হয়। তাঁকে দ্রুত এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবু শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬।
একাধিক হিন্দি ছবিতে কাজ করেছিলেন শাহনাওয়াজ়। এর মধ্যে রয়েছে ‘রইস’, ‘খুদা হাফিজ়’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ও ‘ফ্যান্টম’-এর মতো ছবি। ‘হস্টেজেস’ ওয়েব সিরিজ়েও কাজ করেছেন তিনি। ‘কৃষ্ণ’ টেলিভিশন ধারাবাহিকেও দেখা গেছে তাঁকে।
আরও পড়ুন: বাণিজ্যিক ছবিতেই ভরসা রাখতে চান নুসরত, যশ, ঋতুপর্ণা
সাম্প্রতিককালে ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ়ে পুলিশ সুপার পরশুরাম গুপ্তার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন শাহনাওয়াজ়।
তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন যশপাল শর্মা, অনুপ সোনি, রাজেশ তৈলাং ও অনান্য শিল্পীরা।
ছবি: লাস্টলি