সৌরভের বায়োপিকে অভিনেতা চূড়ান্ত?
RBN Web Desk: শোনা গিয়েছিল একাধিক অভিনেতার নাম। তালিকায় ছিলেন রণবীর কপূর ও হৃতিক রোশনও। শেষ পর্যন্ত এঁদের মধ্যে কেউ নন। সূত্রের খবর, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান খুরানা। আনুষ্ঠানিক ঘোষণাও নাকি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে।
তাঁর বায়োপিক হোক, প্রথমদিকে রাজি ছিলেন না সৌরভ। বছর দুয়েক আগে তিনি রাজি হন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারেও বসেছিলেন তিনি। তবে তাঁর চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে, তাই নিয়ে ছিল গুঞ্জন।
আরও পড়ুন: এবার হিন্দিতে দেবের ‘চ্যাম্প’
সৌরভের বায়োপিকে উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের নানা অধ্যায়। থাকবে তাঁর উত্থান, বিতর্ক, দল থেকে বাদ পড়া ও ফিরে আসা। ছবির চিত্রনাট্য নিজে অনুমোদন করবেন সৌরভ।
শোনা যাচ্ছে ছবিটি পরিচালনার দায়িত্বে থাকবেন ঐশ্বর্যা রজনীকান্ত। দক্ষিণের বেশ কয়েকটি ছবি পরিচানা করেছেন তিনি।