৯ বছর পর শুরুর গল্প, প্রকাশিত হলো ঋতব্রত ও অনির্বাণের লুক
RBN Web Desk: সালটা ২০১১। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘২২শে শ্রাবণ’-এ, নিজের কথায় ও সুরে ‘যেখানে শুরুর কথা বলার আগেই শেষ’ গেয়েছিলেন অনুপম রায়। সেই গানের রেশ ধরেই এবার ‘২২শে শ্রাবণ’-এর শুরুর গল্প বলতে চলেছেন সৃজিত। আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশিত হলো সৃজিতের পরবর্তী ছবি ‘দ্বিতীয় পুরুষ’-এর অভিনেতা ও অভিনেত্রীদের লুক।
‘২২শে শ্রাবণ’-এর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, গৌতম ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়। একটি বিশেষ ভূমিকায় ছিলেন আবির চট্টোপাধ্যায়। ‘দ্বিতীয় পুরুষ’-এও আবির থাকছেন সেরকমই একটি চরিত্রে। এছাড়াও এই ছবিতে থাকছেন রাইমা, পরমব্রত ও কমলেশ্বর মুখোপাধ্যায়। ‘২২শে শ্রাবণ’ সিরিজ়ের এই ছবিতে নতুন অভিনেতা হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ঋতব্রত মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য।
আরও পড়ুন: প্রকাশিত হলো পূর্ণাঙ্গ ‘শ্যামা’র অ্যালবাম
এই নিয়ে সৃজিতের সঙ্গে ষষ্ঠবার কাজ করলেন অনির্বাণ। এর আগে তাঁর পরিচালনায় ‘উমা’, ‘এক যে ছিল রাজা’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘ভিঞ্চিদা’ ও ‘গুমানামী’তে অভিনয় করেছেন তিনি।
একই সঙ্গে আজ মুক্তি পেল ‘দ্বিতীয় পুরুষ’-এর টিজ়ার।
জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ছবিটি।