তপন সিংহের ছবি দিয়ে শুরু হবে এবারের চলচ্চিত্র উৎসব
কলকাতা: ত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) শুরু হতে চলেছে আগামী সপ্তাহে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের ঠিকানায় বদল ঘটেছে এবার। গতবারের মতো নেতাজি ইনডোর স্টেডিয়ামে নয়, এ বছর অনুষ্ঠান হবে ধন্যধান্য অডিটোরিয়ামে। এবারের উদ্বোধনী ছবি তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’। এ বছর উৎসবে তাঁর জন্মশতবর্ষ পালিত হতে চলেছে।
আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টা অরূপ বিশ্বাস, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বীরবাহা হাঁসদা। ছিলেন উৎসবের চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা অর্জুন চক্রবর্তী ও শান্তনু বসু। ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। এবারের উৎসবের থিম সঙ্গীতটির ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানটির কথা ও সুর দিয়েছেন শিল্পী নচিকেতা চক্রবর্তী। গানটি গেয়েছেনও নচিকেতা।
আরও পড়ুন: ২২ বছর পর মুক্তি পেতে চলেছে অনুরাগের ছবি
এ বছর ২৪৫৯টি ছবির নমিনেশনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ১৭৫টি ছবিকে। এর মধ্যে প্রতিযোগিতার জন্য থাকছে ৪২টি ফিচার ছবি ও ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। যে ছ’টি বিভাগে পুরস্কার দেওয়া হবে সেগুলি হলো আন্তর্জাতিক প্রতিযোগিতা (Innovation in Moving Images), ভারতীয় ভাষার প্রতিযোগিতা, এশিয়ান সিলেক্ট, বাংলা প্যানোরামা, ভারতীয় শর্ট ফিল্ম ও ভারতীয় ডকুমেন্টারি। বারের ফোকাল দেশ ফ্রান্স।
তপন সিংহ ছাড়াও যাঁদের শতবর্ষ এই বছর পালিত হতে চলেছে তাঁরা হলেন মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মার্তোইয়ানি, সের্গেই প্যারাজানাভ, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আকিনেনি নাগেশ্বরা রাও, বংশী চন্দ্রগুপ্ত, মহম্মদ রফি, তালাত মাহমুদ ও মদন মোহন।
আরও পড়ুন: সৃজিতের সিরিজ়ে বিচারকের ভূমিকায় দেবেশ চট্টোপাধ্যায়
বিশেষ ট্রিবিউট দেওয়া হবে কুমার সাহনি, এলেইন ডেলন, অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চট্টোপাধ্যায় ও মনোজ মিত্রকে। এছাড়াও থাকবে নানা সেমিনার, আলোচনা সভা ও একতারা মুক্তমঞ্চের সিনে আড্ডা।
এ বছর সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন পরিচালক আর বালকি।
নন্দনের তিনটি প্রেক্ষাগৃহ ছাড়াও ছবি দেখানো হবে শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পায়ার, রাধা স্টুডিও ও অজন্তা সিনেমায়।
ছবি: সুফল ভট্টাচার্য