বায়োপিকে মহম্মদ রফি, জানালেন পুত্র
RBN Web Desk: তৈরি হতে চলেছে প্রবাদপ্রতিম শিল্পী মহম্মদ রফির (Mohammed Rafi) বায়োপিক, জানালেন তাঁর পুত্র শাহিদ রফি। এই মুহূর্তে গোয়ায় চলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই এ কথা জানিয়েছেন তিনি। এ বছর মহম্মদ রফির জন্মশতবর্ষ। সেই উপলক্ষে আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবেও তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
লাহোর থেকে মুম্বই এসে ১৯৪৫ সালে ‘গাঁও কি গোরি’ ছবিতে প্রথম প্লেব্যাক করার সুযোগ পান তিনি। সেই শুরু করে পঞ্চাশ ষাট এবং সত্তরের দশক জুড়ে শ্রোতাদের সুরে ভাসিয়ে নিয়ে গিয়েছেন মহম্মদ রফি। কাজ করেছেন নৌশাদ, ওপি নাইয়ার, লক্ষ্মীকান্ত প্যারেলাল, শচীন দেব বর্মন, শঙ্কর জয়কিশন, রোশন, রবি, রাহুল দেব বর্মণের সঙ্গে। ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীদের অন্যতম মহম্মদ রফি আজও শ্রোতাদের মধ্যে সমান জনপ্রিয়।
আরও পড়ুন: ২২ বছর পর মুক্তি পেতে চলেছে অনুরাগের ছবি
পরিচালক উমেশ শুক্লা (Umesh Shukla) এই ছবিটি পরিচালনা করবেন বলে জানিয়েছেন শাহিদ। উমেশ এর আগে ‘OMG ওহ মাই গড’ এবং ‘১০২ নট আউট’-এর মতো ছবি পরিচালনা করেছেন। শাহিদ আরও জানান, ডিসেম্বর মাসে ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। মহম্মদ রফির জীবন কাহিনির ওপর তৈরি হবে এই পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি। তাঁর গাওয়া গানও এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে। যদিও কোন অভিনেতাকে শিল্পীর চরিত্রে দেখা যাবে সে বিষয়ে এখনই কিছু জানাননি তিনি।