সৃজিতের সিরিজ়ে বিচারকের ভূমিকায় দেবেশ চট্টোপাধ্যায়

RBN Web Desk: এক অবসরপ্রাপ্ত বিচারকের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ (Feludar Goyendagiri) ওয়েব সিরিজ়ের পরবর্তী সিজ়নে তাঁকে এই চরিত্রে দেখা যাবে।

চিরাচরিত নিয়ম মেনে শীতেই আসছে ফেলুদা। টিম ফেলুদাকে এবার কনকনে ঠান্ডায় কাশ্মীরে ঘুরে বেড়াতে দেখা যাবে। ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ সিরিজ়ের কাহিনি বেশিরভাগটাই কাশ্মীর উপত্যকা এবং ডাল লেককে কেন্দ্র করে। এবারের পর্ব ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ (Bhuswargo Bhoyonkawr)। এর আগে এই সিরিজ়ে এসেছে ‘দার্জিলিং জমজমাট’।

আরও পড়ুন: নস্টালজিয়া ছাড়া আর কোনও প্রাপ্তি নেই

বরাবরের মতো এবারও ফেলুদার ভূমিকায় থাকবেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty)। তোপসের ভূমিকায় থাকছেন কল্পন মিত্র (Kalpan Mitra)

‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর প্রধান চরিত্র, বিচারক সিদ্ধেশ্বর মল্লিকের ভূমিকায় থাকছেন দেবেশ। এছাড়াও থাকবেন ঋদ্ধি সেন ও লোকনাথ দে। 

Debesh Chatterjee

কাশ্মীরে সৃজিত ও টিম ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’

২০২০ সালে ‘ফেলুদা ফেরত’ (Feluda Pherot) ওয়েব সিরিজ়ের প্রথম পর্ব ‘ছিন্নমস্তার অভিশাপ’-এ তিন মুখ্য চরিত্রে পাওয়া যায় টোটা, অনির্বাণ ও কল্পনকে। এর পরের পর্ব ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ তৈরি হয়েও নানা সমস্যায় মুক্তির আলো দেখেনি। এরপর নির্মাতা পাল্টে গেলে ২০২২ সালে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ নাম দিয়ে আলাদা সিরিজ় তৈরি করেন সৃজিত, যদিও মুখ্য অভিনেতারা বদলায়নি। এই সিরিজের প্রথম পর্ব ছিল ‘দার্জিলিং জমজমাট’।

আরও পড়ুন: রুপালি জগতের অন্ধকার দিক নিয়ে নতুন ওয়েব সিরিজ়

‘যত কাণ্ড কাঠমান্ডুতে’তে ফেলুদার চিরশত্রু মগনলাল মেঘরাজের ভূমিকায় অভিনয় করেছিলেন খরাজ মুখোপাধ্যায়। সেই পর্বটি মুক্তি না পাওয়ায় বাংলার দর্শক এমন একটি আইকনিক চরিত্রে খরাজের মতো অভিনেতার কাজ এখনও দেখতে পাননি। আন্দাজ করা হচ্ছে খরাজের সঙ্গে ‘জয়বাবা ফেলুনাথ’ গল্পের কিছু দৃশ্য এবারের পর্বে হয়তো থাকতেও পারে। যদিও তা মূল গল্পের সঙ্গে সংযুক্ত নয়, তবু সাম্প্রতিক সিরিজ় নিয়ে নির্মাতাদের কিছু সংকেত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। 

ছবি: প্রবুদ্ধ নিয়োগী




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *