অভিনেতা আসলে পদাতিক সৈন্যের মতো: অনুজয়
RBN Web Desk: নিজেকে পদাতিক সৈন্যের সঙ্গে তুলনা করলেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় (Anujoy Chattopadhyay)। সম্প্রতি ‘তালমার রোমিও জুলিয়েট’-এ সোমনাথের চরিত্রে দর্শকমন জয় করার পর এবার তিনি আসছেন এক ডিএসপির চরিত্রে। পরিচালক অয়ন চক্রবর্তীর ‘কালরাত্রি’ ওয়েব সিরিজ়ে দেখা যাবে তাঁকে। সিরিজ়ের গল্পে বিয়ের পরেরদিনই খুন হয়ে যায় নতুন বর। সেই তদন্ত করতে বাড়িতে আসেন পুলিশের ডিএসপি।
সিরিজের ট্রেলারে সাত্যকি, অর্থাৎ অনুজয় বলছেন, এই পরিবার সম্পর্কে জানলে মনে ভক্তিভাব জেগে উঠবে। “এই পরিবার আসলে বাঁধিয়ে রাখার মতোই,” রেডিওবাংলানেট-কে বললেন অনুজয়। “এটা খুব জটিল একটা গল্প। তেমনই জটিল এই পরিবার। সাধাসিধে একেবারেই নয়। আসলে কেমন সেটা জানতে পারলে ভক্তি এবং ভয় একইসঙ্গে জাগবে।”
সিরিজ়ে তাঁর অভিনীত চরিত্রটা কেমন?
“যেমন পুলিশ সিনেমা-সিরিজ়ে দেখা যায় তেমন নয়। সাত্যকি এমন একজন পুলিশ অফিসার যার মানবিক দিক আছে। তার মধ্যে ভয়, ভালোবাসা, প্রেম সবই আছে। রোবটের মতো শুধু কাজ করে যাচ্ছে, এমন একেবারেই নয়। বলা যায় এমন এক ডিএসপি যার মধ্যে ঘামরক্তের গন্ধ আছে। যে যান্ত্রিক নয়,” বললেন অনুজয়।
আরও পড়ুন: নস্টালজিয়া ছাড়া আর কোনও প্রাপ্তি নেই
তবে ‘কালরাত্রি’র এই সিজ়নে সম্পূর্ণ রহস্য সমাধান হবে না এমনটাই জানা গেল। কিছুটা রহস্য তোলা থাকবে পরবর্তী সিজ়নের জন্য।
কিছুদিন আগেই ‘তালমার রোমিও জুলিয়েট’-এ এক বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন অনুজয়। এরপর আসছে নানারকম কঠিন চরিত্র। কতটা প্রস্তুতি নিচ্ছেন তিনি?
অনুজয় জানালেন, “‘তালমা’র ফিডব্যাক খুব ভালো। তবে অভিনেতা তো পদাতিক সৈন্যের মতো। আমি যুদ্ধের প্রস্তুতি নিয়েই আছি। যুদ্ধ লাগলে বল্লমটা যাতে ঠিকঠাক ছুঁড়তে পারি সেটুকু নিশ্চিত করতে চাই। বাকি আর কিছু আমার হাতে নয়।”
আরও পড়ুন: আবারও কম্পাউন্ডার চরিত্রে অভিষেক
অভিনেতা হিসেবে দর্শকের ভালোবাসা, খ্যাতি এইসব কীভাবে সামলান অনুজয়?
“আমি এগুলো নিয়ে আসলে খুব একটা ভাবতে চাই না। আমি অভিনয় করি, তাই লোকে আমাকে চেনে। বাড়ি রং করলে তো কেউ চিনত না। শ্রেষ্ঠ বাড়ি রঙ করিয়েকে কেউ চেনে না। আসলে ফোনে বা টিভিতে আমার কাজগুলো দেখা যাচ্ছে তাই মানুষ চিনছেন। এর বাইরে যে কোনও কর্মী যেমন নিজের কাজটুকু ঠিকঠাক করছেন, আমিও তাই করছি। এর বেশি কিছু নিয়ে আমি ভাবতে চাই না,” বললেন অভিনেতা।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী