২২ বছর পর মুক্তি পেতে চলেছে অনুরাগের ছবি
RBN Web Desk: তৈরি হওয়ার ২২ বছর পর মুক্তি পেতে চলেছে অনুরাগ কশ্যপের (Anurag Kashyap) প্রথম ছবি ‘পাঁচ’ (Paanch)। এই ছবিতে অভিনয় করেছিলেন কেকে মেনন (KK Menon), আদিত্য শ্রীবাস্তব, বিজয় মৌর্য, তেজস্বিনী কোলহাপুরে (Tejaswini Kolhapure) ও শরত সক্সেনা।
বিতর্কিত বিষয় ও আপত্তিকর ভাষা থাকার অভিযোগে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করে সেন্সর বোর্ড। ছবিটি আজ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্ত পায়নি। তবে শুধুমাত্র ‘পাঁচ’ই নয়, অনুরাগের দ্বিতীয় ছবি ‘ব্ল্যাক ফ্রাইডে’ও নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে অবশ্য তা তুলে নেওয়া হয়।
আরও পড়ুন: প্রথমবার ওয়েব সিরিজ়ে সৌমিতৃষা, মুক্তি পেল ট্রেলার
জানা গেছে, আগামী বছর মুক্তি পেতে চলেচে ‘পাঁচ’। সেন্সর বোর্ডের সঙ্গে ছবিটিকে ঘিরে ২২ বছর আগে যা মতবিরোধ ছিল তা মিটে গেছে। তবে ছবির নেগেটিভের কিছুটা খারাপ হয়ে গেছিল। সম্প্রতি তা পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে।