শেষ হল দুমাস ব্যাপী এডিনবরা বাংলা চলচ্চিত্র প্রদর্শন উৎসব

RBN Web Desk: অভিনব প্রয়াস। স্কটল্যান্ডের বুকে এই প্রথম। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে টানা দুমাস—জুন এবং জুলাই—ধরে চলল বাংলা চলচ্চিত্র প্রদর্শন উৎসব। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক দর্শকের কাছে আরও বেশি করে জনপ্রিয় করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। সাথে এডিনবরার বাঙালিদের একসাথে বসে বাংলা ছবি দেখার আনন্দ।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও এই চলচ্চিত্র প্রদর্শনের মুখ্য আয়োজক সুমিত কোনার বলেন, “সত্যজিৎ রায় পরবর্তী যুগের বাংলা ছবির প্রসারের উদ্দেশ্য নিয়েই এই উৎসবের আয়োজন করেছিলাম আমরা। আমার সঙ্গী ছিলেন এডিনবরায় বসবাসকারী চার বাঙালি প্রযুক্তিবিদ তীর্থ দাশগুপ্ত, সম্রাট ধর, নীলাঞ্জন শীল ও অনিন্দ্য ঘোষ।”

তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

প্রদর্শিত ছবির মধ্যে ছিল সত্যজিতের জন অরণ্য (১৯৭৬), গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি (১৯৯৩), বৌদ্ধায়ন মুখোপাধ্যায়ের তিনকাহন (২০১৪), সৃজিত মুখোপাধ্যায়ের চতুষ্কোণ (২০১৪), আদিত্য বিক্রম সেনগুপ্তর আসা যাওয়ার মাঝে (২০১৪), ও বিভিন্ন সময়ের অন্যান্য বাংলা ছবি এছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্বেতা ঘোষ পরিচয় করিয়ে দেন সাংওয়রি খবরিয়া নামক কিশোর-কিশোরীদের সংবাদদাতার ভূমিকায় সফল অংশগ্রহণ করানোর এক অভিনব প্রচেষ্টার সাথে।

তাশি গাঁওয়ে একদিন

প্রত্যেকটি ছবির ইংরেজিতে সাবটাইট্‌ল থাকার জন্য অনেক বিদেশী দর্শকও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিখরচায় একটি প্রেক্ষাগৃহ আয়োজকদের ব্যবহার করতে দেন। দুমাস ধরে সপ্তাহান্তে প্রদর্শিত হয় এইসব বাংলা ছবি।

“দারুণ উদ্যোগ,” বললেন সৃজিত। “বিদেশের মাটিতে বাংলা ছবি জনপ্রিয় করার এই প্রচেষ্টার জন্য সুমিত ও তার দলবলকে সাধুবাদ জানাতেই হয়।”

একই বক্তব্য বৌদ্ধায়নের। “খুব ভালো লাগছে এটা ভেবে যে বাংলা ছবি বিদেশের মাটিতে এবং বিশেষ করে অবাঙালি ও অভারতীয় দর্শকদের কাছে পৌঁছে যাবে,” বললেন তিনি।

আসল গোয়েন্দা

আয়োজক নীলাঞ্জন বলেন, “প্রথমবার, তাই কিছু ভুলভ্রান্তি হয়ত থেকে যাবে। পরের বার আরও কোমর বেঁধে নামব আমরা। প্রচারের ওপর বিশেষ গুরুত্ব দেব।”

তীর্থ দাশগুপ্ত ও অনির্বাণ মিত্র-এর পরিচালনায় বিশিষ্ট আলোকচিত্রশিল্পী নিমাই ঘোষ-এর ওপর নির্মিত তথ্যচিত্র এ রে অফ লাইট আগামী উৎসবে দেখানো হতে পারে বলে জানালেন আয়োজকরা।

পূর্ণদৈর্ঘ্যের ছবি ছাড়াও উৎসবে প্রদর্শিত হয় একগুচ্ছ শর্ট ফিল্ম।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *