চেনা লুকেই ‘গুমনামী’তে তনুশ্রী
কলকাতা: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘গুমনামী’তে একটি বিশেষ চরিত্রে থাকছেন তনুশ্রী চক্রবর্তী। নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে চন্দ্রচূড় ঘোষ ও অনুজ ধরের গবেষণাভিত্তিক বই ‘কন্যানড্রাম’ অবলম্বনেই ‘গুমনামী’ তৈরি করেছেন সৃজিত। ছবির মূল সূত্রধর চন্দ্রচূড়ের ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর স্ত্রী রণিতার চরিত্রেই দেখা যাবে তনুশ্রীকে।
ছবিতে তাঁর ভূমিকা কী?
এ প্রসঙ্গে রেডিওবাংলানেট-কে তনুশ্রী জানালেন, “ছবিতে দেখা যাবে গুমনামী বাবাকে নিয়ে চন্দ্রচূড় গবেষণা করছেন। তিনি সারাক্ষণ সেই কাজেই ব্যস্ত। যাঁরা কোনও গবেষণার কাজে একেবারে ঢুকে যায়, তাঁদের ব্যক্তিগত জীবন খুব ক্ষতিগ্রস্ত হয়। একজন সদা ব্যস্ত মানুষের সঙ্গে আমি কীভাবে চলছি, অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কটা এখানে মূল বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে। দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং চন্দ্রচূড়ের ওপর এর প্রভাব, এটা ছবিটার একটা জরুরী অংশ হিসেবে থাকছে।”
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছায় ভাসলেন সৌমিত্র, মিলল চিকিৎসার পরামর্শও
সৃজিতের ছবিতে এই প্রথম কাজ করলেন তনুশ্রী। কেমন ছিল সেই অভিজ্ঞতা? “সৃজিত খুব পারফেকশনিস্ট,” বললেন তনুশ্রী। “ওর যেটা চাই, সেটাই চাই। কাজের জায়গায় ও কোনওভাবেই আপোষ করে না। এটা আমার খুব ভালো লেগেছে।”
‘গুমনামী’তে তনুশ্রীর লুক একজন আধুনিক কর্পোরেট মহিলার। সেই কারণে তাঁকে চেনা চেহারাতেই দেখতে পাবেন দর্শকরা।
‘গুমনামী’ ছাড়াও অরিন্দম ভট্টাচার্যর ‘অন্তর্ধান’-এ অভিনয় করছেন তনুশ্রী। ‘অন্তর্ধান’-এর অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মমতা শংকর। এছাড়াও অভিরূপ ঘোষের ‘জোম্বিস্তান’ এ দেখা যাবে তনুশ্রীকে। রাজা চন্দর পরবর্তী ছবি ও অন্য একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও থাকছেন তিনি।
পুজোয় মুক্তি পাচ্ছে ‘গুমনামী’।
ছবি: অর্ক গোস্বামী