₹৫ কোটির কাছাকাছি ব্যবসা, ১০০ দিন পূর্ণ করল ‘কণ্ঠ’
কলকাতা: বক্স অফিসে ১০০ দিন পূর্ণ করল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘কণ্ঠ’। এই উপলক্ষে আজ শহরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ সহ ছবির শিল্পী ও কলাকুশলীরা। কাটা হল কেক, উঠল প্রচুর সেল্ফিও। ১০ মে মুক্তি পায় ‘কণ্ঠ’। এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, জয়া আহসান, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন ও শিবপ্রসাদ।
সংবাদমাধ্যমকে শিবপ্রসাদ জানালেন, “‘কণ্ঠ’র বক্স অফিসে টানা ১০০ দিন চলা খুবই আনন্দের কথা। আজকের দিনে প্রায় প্রতি সপ্তাহেই একটা করে নতুন ছবি বেরোচ্ছে। আমাদের ছবিটা নিশ্চয়ই দর্শকদের ভালো লেগেছে, সেই জন্যই প্রেক্ষাগৃহে এতদিন ধরে চলছে। হলমালিকরা তো আর লোকসান করে ছবি দেখাবেন না।”
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
ভারতের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টা শহরে দেখানো হয়েছে ‘কণ্ঠ’। সম্প্রতি লন্ডনের হ্যারোতেও প্রদর্শিত হয়েছে এই ছবি। এছাড়া শীঘ্রই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি, নেপালেও দেখানোর চেষ্টা চলছে।
“এখনও পর্যন্ত ₹৫ কোটির কাছাকাছি ব্যবসা করেছে ‘কণ্ঠ’,” রেডিওবাংলানেট-কে জানালেন শিবপ্রসাদ। “এই বছরের প্রথমার্ধটা বাংলা ছবির জন্য খুবই ভালো গেছে বলা যায়। ‘কণ্ঠ’ ছাড়াও ‘ভিঞ্চিদা’, ‘মুখার্জীদার বউ’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘নগরকীর্তন’, ‘জ্যেষ্ঠপুত্র’ ভালো ব্যবসা করেছে। আশা করছি আমাদের পরবর্তী ছবি ‘গোত্র’ও সবার ভালো লাগবে।”