বড়পর্দায় শরৎচন্দ্রের ‘অভাগীর স্বর্গ’, মুক্তি পেল ট্রেলার
RBN Web Desk: ১৯২৬ সালে প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chatterjee) ছোট গল্প ‘অভাগীর স্বর্গ’। সে যুগের জাতপাতের ভিত্তিতে লেখা এক হতদরিদ্র বাঙালি হিন্দু রমণীর জীবনের শেষ ইচ্ছের কথা লিখেছিলেন শরৎচন্দ্র যা অদ্ভুতভাবে আজকের দিনের দলিত শ্রেণীর জীবনের ভবিতব্যের সঙ্গে মিলে যায়। সেই কাহিনি অবলম্বনেই আসছে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর ছবি ‘ও অভাগী’ (O Obhagi)। অভিনয়ে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila), সুব্রত দত্ত (Subrat Dutta), দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee), ঈশান মজুমদার, সায়ন ঘোষ, জিনিয়া পান্ডে, কৃষ্ণা বন্দোপাধ্যায় ও সৌরভ হালদার।
অভাগী একজন স্বামী পরিত্যক্তা, নিম্ন সম্প্রদায়ের গ্রাম্য রমণী। ছেলে কাঙালিকে নিয়ে সে তাদের মাটির কুঁড়েতে বাস করে। ছোটবেলায় অভাগী একবার যাত্রা দেখতে গিয়ে সেখানে যমরাজকে দেখেছিল। সেই দিন থেকেই সে যমকে ভালোবেসেছে। মৃত্যুর পর কাঠের আগুনে দাহকার্য সমাধা হলে সতী নারীর আত্মাকে যমরাজ রথে করে নিয়ে যান এমনটাই জেনেছে অভাগী। সেই থেকেই অভাগীর মৃত্যুর পর ছেলের হাতের আগুন পাওয়ার বড় শখ। ব্রাহ্মণ জমিদারগিন্নি মৃত্যুর পর রথে করে স্বর্গে গেলেন দেখেছে সে। কিন্তু অভাগীর মতো ছোট জাতের রমণীর কি কাঠের আগুন মিলবে?
মিথিলা জানালেন, “এই সমাজে দলিত শ্রেণীর নারীদের ওপর যে শোষণ হয় তারই প্রতিচ্ছবি দেখা যাবে এই ছবিতে। এইসব অত্যাচারের ফলেই অভাগীর মতো মেয়েরা জানে তাদের স্বপ্ন দেখতে নেই। তাই তারা যমকে নিয়েই স্বপ্ন দেখে।”
আরও পড়ুন: ভেন্টিলেশনে অভিনেতা পার্থসারথি দেব
গত বছর ‘নন্টে ফন্টে’ পরিচালনা করেছেন অনির্বাণ। এই ছবি নিয়ে তিনি জানালেন, “সমাজে দরিদ্র, অসহায় শ্রেণীর ওপর উচ্চশ্রেণীর শোষণ কতটা ভয়াবহ হতে পারে সেই নিয়েই বর্ণনা করেছেন লেখক। অভাগীর জীবনকে আমি দু’ভাগে ভাগ করেছি। বিয়ের আগে তাকে শস্য শ্যামলা বাংলায় দেখা যাবে এবং পরবর্তীতে তাকে দেখা যাবে পাথুরে পরিবেশে।”
ছবিতে সুরারোপ করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। গানগুলি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, চন্দ্রানী বন্দোপাধ্যায়, অনিমেষ রায় ও অনির্বাণ রায় আকাশ। ছবির চিত্রগ্রহণে র দায়িত্বে ছিলেন মলয় মণ্ডল। সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়।
২৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ও অভাগী’।