‘সোনার কেল্লা’র চিত্রনাট্য হাতে পেয়ে মর্মাহত হয়েছিলেন সৌমিত্রকাকু: সন্দীপ রায়
কলকাতা: ‘সোনার কেল্লা’র চিত্রনাট্য পড়ে হতাশ হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই ‘ফেলুদার প্রথম তোপসে’র প্রকাশ অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন সন্দীপ রায় (Sandip Ray)। গতকাল এ উপলক্ষে দক্ষিণ কলকাতার এক পুস্তক বিপণিতে সন্দীপ ও সিদ্ধার্থ ছাড়াও উপস্থিত ছিলেন কুশল চক্রবর্তী (Kushal Chakraborty), মলয় রায়, শান্তনু বাগচী, বরুণ চন্দ, অনীক দত্ত ও ত্রিদিব চট্টোপাধ্যায়।
সোনার কেল্লা’ (Sonar Kella) ছবির পরিকল্পনা হওয়ার অনেক আগেই সত্যজিৎ রায় ‘গুপী গাইন বাঘা বাইন’ (Goopy Gyne Bagha Byne) ছবিটি করেছিলেন। সন্দীপ জানালেন, “বাবা ‘সোনার কেল্লা’কে সোনার রঙে করতে চেয়েছিলেন গুপী গাইনের সময়েই। কিন্তু তখন তা সম্ভব ছিল না। পরে ‘সোনার কেল্লা’ লিখলেন ওই কেল্লার কথা মাথায় রেখেই। পরে যখন ছবিটা তৈরির কথা হচ্ছিল, তখন বললেন, এবার আমি ‘সোনার কেল্লা’কে সোনার রঙে দেখাতে পারব।”
আরও পড়ুন: আবারও কানে ‘মন্থন’
সম্প্রতি ‘সোনার কেল্লা’ ছবির পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে। ১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সিদ্ধার্থ এই ছবিতে প্রথম তোপসের ভূমিকায় অভিনয় করেন। সকলের স্মৃতিচারণায় উঠে এলো ছবি সংক্রান্ত নানা কথা।
(বাঁদিক থেকে) মলয়, সন্দীপ, সিদ্ধার্থ, কুশল, শান্তনু, ত্রিদিব
“এই ছবির কাস্টিং শুরুই হয় কুশলকে দিয়ে,” জানালেন সন্দীপ। “ওকে না পেলে ছবিটাই হতো না। এরপর উনি জটায়ুকে কাস্ট করেন। সবশেষে ফেলুর অর্থাৎ সৌমিত্রকাকুর (চট্টোপাধ্যায়) কাস্টিং হয়। উনি নতুন কাউকে নেওয়ার কথা ভাবছিলেন। প্রথম ফেলুর কাস্টিং ভাবতে গিয়ে উনি বললেন এমন কেউ যে কিছুটা সৌমিত্রর মত হবে, কিছুটা শুভেন্দুর (চট্টোপাধ্যায়) মতো হবে, কিছুটা ধৃতিমানের (চট্টোপাধ্যায়) মতো হবে, কিছুটা বরুণের মতো হবে। আমি বললাম এরকম কম্বিনেশন তুমি জীবনেও পাবে না।” পরবর্তীতে সৌমিত্রকেই তিনি বেছে নিয়েছিলেন সত্যজিৎ।
আরও পড়ুন: সত্যজিৎ রায়ের মতো পরিচালক চান মনোজ
“তবে সৌমিত্রকাকু চিত্রনাট্য হাতে পেয়ে মর্মাহত হয়েছিলেন। উনি বললেন, আমি কী করব এখানে! এরকম একটা জাতিস্মর বাচ্চা রয়েছে, আবার একটা দ্বিতীয় মুকুল রয়েছে। দুজন এরকম রঙিন ভিলেন আছে, জটায়ু আছেন। এখানে আমার তো বিশেষ কিছু করার আছে বলে মনে হয় না। বাবা বলেছিলেন তুমি শুধু চিত্রনাট্য ফলো করবে, তাহলেই হবে,” হেসে স্মৃতি রোমন্থন করলেন সন্দীপ।
ছবি: RBN আর্কাইভ