মূল্যবোধের দ্বন্দ নিয়ে হাজির নতুন ধারাবাহিক
RBN Web Desk: গ্রামের বর্ষীয়ান মাস্টারমশাই সুভাষ সান্যাল। সবাই তাঁকে চেনে মাস্টারদাদু নামে। ইস্কুলের চাকরি থেকে অবসরগ্রহণের পর সুভাষ তাঁর পরিবারের সঙ্গে থাকতে আসেন শহরে। এসে দস্তুরমত অবাক হন তিনি। তাঁর সেখানো নীতিবোধের ছিটেফোঁটাও বেঁচে নেই তাঁর পরিবারের মধ্যে। একমাত্র ব্যতিক্রম তাঁর নাতি ঈশান। দাদুর আদর্শে বিশ্বাসী একমাত্র ঈশানই পরিবারের ভারসাম্য বজায় রাখে।
বাংলা ও বাঙালির ঐতিহ্যকে কেন্দ্রে রেখে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের লড়াইয়ের গল্প নিয়ে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘কুঞ্জছায়া’। শীঘ্রই একটি বাংলা বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে দেখা যাবে এই ধারাবাহিকটি।
‘কুঞ্জছায়া’তে সুভাষের ভূমিকায় অভিনয় করছেন শঙ্কর চক্রবর্তী, ঈশানের চরিত্রে রয়েছেন সোমরাজ মাইতি। ধারাবাহিকের নায়িকা শালিকের ভূমিকায় থাকছেন পল্লবী দে। এর আগে এই একই চ্যানেলে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে লুৎফুন্নিসার চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী পল্লবী এবং শালিক অনেকটা একই ধরণের, এমনটাই দাবী করলেন তিনি।
আরও পড়ুন: ₹৫ কোটির কাছাকাছি ব্যবসা, ১০০ দিন পূর্ণ করল ‘কণ্ঠ’
ঈশানের সঙ্গে তার দাদুর সম্পর্ক বন্ধুর মত। পরিবারের বাকি সদস্য ও দাদুর মধ্যে সে সেতুবন্ধনের কাজ করে। গ্রাম থেকে দাদুকে নিয়ে শহরে ফেরার সময় সমস্যার সম্মুখীন হতে হয় ঈশান ও তার বোন সেঁজুতিকে। ঈশানের বোন আধুনিকা, দাদুর আদর্শ থেকে শতহস্ত দূরে।
‘কুঞ্জছায়া’ সম্পর্কে শঙ্কর সংবাদমাধ্যমকে বললেন, বর্তমান সমাজে মানবিকতার আদর্শ যেন কোথাও বিক্রি হয়ে গেছে। সন্তান তার প্রাথমিক শিক্ষা পায় তার পরিবারের কাছেই। কিন্তু সেই সুশিক্ষা ক্রমশ লুপ্তপ্রায়। পরিবারের অন্ধস্নেহ ক্ষতি করছে সন্তানের।
‘কুঞ্জছায়া’র সম্প্রচার শুরু ২৬ আগস্ট থেকে।