আপাতত টেলিভিশন থেকে দূরে স্বস্তিকা
RBN Web Desk: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে বর্তমানে ছবি ও ওয়েব সিরিজ়ের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। বেশ কয়েক মাস হলো তিনি টেলিভিশন ধারাবাহিক থেকে দূরে। এই মুহূর্তে প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘আলাপ’ ছবির শুটিংয়ে ব্যস্ত নায়িকা। এই ছবির মুখ্য দুই চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী।
সংবাদমাধ্যমকে স্বস্তিকা জানালেন, ছবি বা ধারাবাহিক, তিনি কখনও বেছে কাজ করেন না। কারণ, তাঁর সুবিধামতো কোনও প্রযোজক বা চ্যানেল তাঁকে কাজ দেবে না। তাই পরপর যেমন কাজ আসে, তিনি সেভাবেই করেন।
আরও পড়ুন: রান্নাঘরে জুটি বাঁধলেন বনি-প্রিয়াঙ্কা
জুলাইয়ে শেষ হয়েছে ‘তোমার খোলা হাওয়া’। এরপর আর কোনও ধারাবাহিকে স্বস্তিকাকে দেখা যায়নি। টেলিভিশন থেকে দূরে থাকার কারণ কী? স্বস্তিকা বললেন, ‘কী করে বলবো তোমায়’-এর পরেও দেড়বছরের বিরতি ছিল। সেই সময় তিনি ছবি আর ওয়েব সিরিজ়ে কাজ করছিলেন।