আবারও কৌশিকের ছবিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা?

RBN Web Desk: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) যে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) ছবি ‘অযোগ্য’তে কাজ করছেন তা এতদিনে সকলেরই জানা। এটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit-Rituparna) জুটির ৫০তম ছবি। এর আগে কৌশিকের ‘দৃষ্টিকোণ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

নব্বইয়ের দশকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। তালিকায় রয়েছে ‘মায়ার বাঁধন’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’ ও ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’-এর মতো ছবি। বাংলা ছবির ইতিহাসে সর্বকালের অন্যতম মেগাহিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর পর দীর্ঘ ১৬ বছর একসঙ্গে আর কোনও ছবি করেনি এই জুটি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় তাঁদের ফিরিয়ে আনেন ‘প্রাক্তন’ ছবিতে।

আরও পড়ুন: বায়োপিক নয়, পরিচালক মৃণাল সেনকে পাওয়া যাবে অঞ্জনের ছবিতে

শোনা যাচ্ছে ‘অযোগ্য’র পর আবারও কৌশিকের ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে। তবে এ বিষয়ে আপাতত মুখ খুলছেন না কোনও পক্ষই। চিত্রনাট্যের কাজ নাকি শেষ হয়েছে এবং প্রসেনজিৎ ও ঋতুপর্ণা মৌখিকভাবে ছবিতে কাজ করতে সম্মত হয়েছে বলেই খবর।

ছবি: ফেসবুক




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *