খল চরিত্রে অভিনয় করতে ভালোই লাগছে, জানালেন সুজয়
কলকাতা: বড় পর্দায় বিভিন্ন ধরণের চরিত্রে সফল অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে ছোট পর্দায় কমই দেখা যায়। বর্তমানে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে তাঁকে নায়কের মামার চরিত্রে কুটিল ষড়যন্ত্র করতে দেখা যাচ্ছে। নাটক, সঞ্চালনা ও বড় পর্দা মিলিয়ে আন্তঃসাংস্কৃতিক শিল্পী সুজয়ের কাজের ক্ষেত্র অনেকটাই বিস্তৃত। নানান ধরণের কাজের ব্যস্ততা ও মায়ের অসুস্থতা সামলে মেগা সিরিয়ালের পরিশ্রমের ধকল নেওয়া কঠিন হলেও সামলে নিচ্ছেন তিনি।
ছোট পর্দায় অভিনয় করতে আসার কারণ হিসেবে রেডিওবাংলানেট-কে সুজয় জানালেন, “এখানে কাজ করছি মূলত টাকার জন্য। বড়পর্দায় যদি নিয়মিত ডাক পেতাম তাহলে এটা করার দরকার পড়ত না। মেগা সিরিয়ালের উপার্জনের দিকটা ভেবেই টিভিতে অভিনয় করতে আসা।”
ক্ষয়িষ্ণু রাজরক্ত ও একটি সন্ধ্যার গল্প
ছোট পর্দায় খুব একটা অন্যরকম কাজ হচ্ছে বলেও মনে করেন না তিনি। ‘বিদায় ব্যোমকেশ’ ছবির পর এই ধারাবাহিকে আবার তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে। কারণ হিসেবে সুজয় জানালেন, “খল চরিত্রে অভিনয় করা অনেক বেশি পরিশ্রমের। সেই প্রস্তাবটা পেয়েছিলাম বলেই এই ধারাবাহিকে এসেছি। নেগেটিভ চরিত্রে কাজ করতে ভালোই লাগছে।”
ছোট পর্দায় কাজ করতে গিয়ে প্রতিদিন দর্শকের সামনে হাজির হওয়ার মধ্যে কোনও একঘেয়েমি দেখেন না এই সুজয়। তাঁর মতে, “আমার কাজটা যদি অন্যরকম হয় তাহলে মানুষ প্রতিদিন সেটা দেখতে পাবেন, এ তো ভালো কথা। আমি আগাগোড়া একজন শিল্পী। তাই শিল্পী হিসেবে সবরকম কাজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আর আমি খুব সাধারণ একজন মানুষ। পায়ে হেঁটে, অটো বা ক্যাবে যাতায়াত করি। তাই বড় পর্দার শিল্পী বলে কোনও ছুঁৎমার্গ আমার ছিল না।”
দোলের দিন আর নয় বসন্ত উৎসব, সিদ্ধান্ত বিশ্বভারতীর
ভবিষ্যতে কি তাঁর অভিনীত চরিত্রটা পাল্টে যাবে, যেমন অনেক ধারাবাহিকে হয়?
“সেটা একমাত্র পরিচালক সাহানা দত্ত বলতে পারবেন,” জানালেন সুজয়।
তবে এই ধারাবাহিকের কাজ বেশ উপভোগ করছেন বলে জানালেন তিনি।