২৫ দিন পূর্ণ করল দৃষ্টিহীন চিত্রকরের কাহিনী
কলকাতা: বক্স অফিসে ২৫ দিন পূর্ণ করল সত্যজিৎ দাস পরিচালিত ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে ছবির উদযাপন করলেন ছবির পরিচালকসহ শিল্পী ও কলাকুশলীরা। সত্যজিতের এই ছবিতে অভিনয় করেছেন রাশেদ রহমান, সায়ন্তী চট্টরাজ, শ্রীলা ত্রিপাঠী ও বিশ্বজিৎ ঘোষ।
এই ছবির কেন্দ্রীয় চরিত্র ইমানুয়েল একজন দৃষ্টিশক্তিহীন চিত্রকর। চোখে দেখতে না পেলেও, শুধুমাত্র কানে শুনে ছবি আঁকতে পারে সে। তাঁর এই অন্ধকার জীবনে সর্বসময়ের সঙ্গী তার মা। কিন্তু সেই মাকেই একদিন হারিয়ে ফেলে ইমানুয়েল। মাকে খুঁজতে শহরে এসে এক শিশু যৌনচক্রের শিকার হয় সে।
আরও পড়ুন: ‘বাঁধ ভাঙার দায়িত্বটা না হয় আমরাই নিলাম’
পরিচালক হিসেবে সত্যজিতের এটাই প্রথম ছবি। তাঁর কথায়, চিত্রকরদের নিয়ে সেভাবে কোনও ছবি হয়নি আগে। তাই নতুনত্বের ভাবনা থেকেই জন্ম ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’-এর। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রসংশিত হয়েছে এই ছবি। পেয়েছে একাধিক পুরস্কারও, যার মধ্যে রয়েছে কলকাতার ‘ভার্জিন স্প্রিং সিনেফেস্ট’-এর সেরা পরিচালকের খেতাব। এছাড়াও লন্ডন লিফটঅফ ফিল্ম ফেস্টিভ্যালেও প্রশংসা অর্জন করেছে ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’।
ইমানুয়েলের চরিত্রে অভিনয় করেছেন রাশেদ। অভিনেতা হিসেবে এটি তাঁরও প্রথম ছবি। সত্যজিতের পরবর্তী ছবি ‘রাবণ’-এর কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করছেন তিনি।