শেষের পথে শুভ দৃষ্টি
RBN Web Desk: শেষ হতে চলেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক শুভ দৃষ্টি । আর কয়েকটি পর্বের পরেই পর্দা নামবে এই ধারাবাহিটির যার মুখ্য দুই চরিত্র শুভ ও দৃষ্টির ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে গৌরব রায়চৌধুরী ও ঐশর্য সেন।
এতদিন একসাথে কাজ করার পর তাই শেষের আগে বিষাদের সুর এই ধারাবাহিকটির ইউনিটে।
উল্লখ্য শুভ দৃষ্টি-তে প্রথমবারের জন্য একটি খল চরিত্র অভিনয় করলেন বিদীপ্তা চক্রবর্তী। তিনিই ছিলেন ধারাবাহিকটির মূল আকর্ষণ। তাঁর অভিনীত চরিত্রটির নাম ছিল অন্নপূর্ণা।
এবার বিদ্রুপের শিকার ইমন চক্রবর্তী
ধারাবাহিকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সম্প্রতি দেখা গেছে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও বিভিন্ন সময়ে এতে অভিনয় করেছেন ঐন্দ্রিলা বসু, দেবর্ষি বন্দ্যোপাধ্যায় ও সোমশ্রী ভট্টাচার্য।
প্রথম দিকে টিআরপি তালিকয় খুব একটা ভালো ফল করতে পারেনি শুভ দৃষ্টি। পরের দিকে এর রেটিং হয় উর্ধ্বমুখী। তবে শেষমেষে এর জায়গায় নতুন একটি মেগা-ধারাবাহিক শুরু হবে বলেই গুটিয়ে নেওয়া হল শুভ দৃষ্টি ।