চিকিৎসকের চরিত্রে অর্জুন
RBN Web Desk: বাংলা টেলিভিশন ধারাবাহিকে ফিরছেন অর্জুন চক্রবর্তী। একসময় ‘গানের ওপারে’ ধারাবাহিকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর ‘আকাশছোঁয়া’, ‘জামাই রাজা’র মতো ধারাবাহিকেও অভিনয় করেন অর্জুন। সেই অর্জুনকেই আবার দেখা যাবে টেলিভিশনে।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করতে চলেছেন অর্জুন। সে বহু বছর পর বিদেশ থেকে দেশে ফেরে। স্কুলে রিইউনিয়নের সময় তার নায়িকা দীপার সঙ্গে দেখা হয়। এরপরেই ধারাবাহিকটি অন্যদিকে মোড় নেয়। দীপার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত। ‘অনুরাগের ছোঁয়া’ ইতিমধ্যেই ৫০০ পর্ব অতিক্রম করেছে।
আরও পড়ুন: থাকবেন সোনাক্ষী সিংহও
বড়পর্দায় অর্জুনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘মিথ্যে প্রেমের গান’। শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটির শ্যুটিং শুরু হবে জানুয়ারিতে।
ছবি: RBN আর্কাইভ