মাঝরাতে সৃজিতের ফোন, গান গাইতে হবে: অনির্বাণ
কলকাতা: মাঝরাতে ফোন করে সৃজিত মুখোপাধ্যায় তাঁকে বলেন, শাহজাহান রিজেন্সি ছবিতে গান গাইতে হবে, এমনটাই জানালেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মণিশংকর মুখোপাধ্যায়ের চৌরঙ্গী উপন্যাস অবলম্বনে সৃজিত পরিচালনা করেছেন শাহজাহান রিজেন্সি।
আজ শহরে অনির্বাণ সংবাদমাধ্যমকে বলেন, “শাহজাহান রিজেন্সি-তে অভিনয় করছি, সেটা ঠিক আছে। কিন্তু সৃজিতের গান গাওয়ার প্রস্তাব পেয়ে একটু হকচকিয়ে গিয়েছিলাম আমি। টুকটাক গান গেয়েই থাকি, যেমন আর পাঁচজন গায়। কিন্তু একেবারে ছবিতে প্লেব্যাক করার প্রস্তাবটা হজম করতে একটু সময় লেগেছিল।
দীপাংশু আচার্যর কথায় ও প্রসেন মুখোপাধ্যায়ের সুরে কিচ্ছু চাইনি আমি গানটি ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। গানটির সঙ্গীতায়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
অনির্বাণকে দিয়ে প্লেব্যাক করানোর ব্যপারে কি বললেন ছবির পরিচালক?
“নাটকে ওর গাওয়া গান শুনেছি আমি। খুবই ভালো লেগেছিল। এছাড়া ছবির সেটেও অনির্বাণ গুনগুন করে গান গাইত। সেই থেকেই মনস্থির করি শাহজাহান রিজেন্সি-তে ওকে দিয়ে প্লেব্যাক করাব,” রেডিওবাংলানেট-কে জানালেন সৃজিত।
“মাইক্রোফোনের সামনে গান গাওয়ার ভয়টা একেবারেই কমিয়ে দিয়েছিলেন ইন্দ্রদীপদা। অভিনেতা হিসেবে গাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। শেষমেষ তিন নম্বর টেক-এ গানটি ওকে হয়,” জানালেন অনির্বাণ।
খেল দিখা সকোগে না?
শাহজাহান রিজেন্সি-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। ১৯৬৮ সালে চৌরঙ্গী অবলম্বনে একই নামের ছবিতে এই ভূমিকায় অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।
১৮ জানুয়ারী মুক্তি পাচ্ছে শাহজাহান রিজেন্সি।