শাহজাহান রিজেন্সি শুধুমাত্র স্যাটা বোসের গল্প নয়: সৃজিত
কলকাতা: তাঁর আগামী ছবি শাহজাহান রিজেন্সি শুধুমাত্র সত্যসুন্দর, ওরফে স্যাটা বোসের গল্প নয়, এমনটাই দাবী করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মণিশংকর মুখোপাধ্যায়ের চৌরঙ্গী উপন্যাস অবলম্বনে শাহজাহান রিজেন্সি পরিচালনা করেছেন সৃজিত।
এর আগে চৌরঙ্গী অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করেছিলেন পিনাকী মুখোপাধ্যায়। সেই ছবিতে স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তমকুমার।
খেল দিখা সকোগে না?
আজ শহরে সংবাদমাধ্যমকে সৃজিত বলেন, “১৯৬৮ সালের ছবিটিতে স্যাটা বোসের চরিত্রটির উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু চৌরঙ্গী উপন্যাসটি কখনওই শুধুমাত্র এই একটি চরিত্রকে কেন্দ্র করে লেখা হয়নি। সেটা উপন্যাসটি যারা পড়েছেন তাঁরা জানেন। আমার ছবিতে প্র্ত্যেকটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ। এই ছবির চিত্রনাট্য কোনও একজনকে কেন্দ্র করে নয়।”
একই কথা বললেন পরিচালক-অভিনেতা অঞ্জন দত্ত। শাহজাহান রিজেন্সি-তে হোটেল ম্যানেজার মকরন্দ পালের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
“শাহজাহান রিজেন্সি শংকরের মূল উপন্যাসটির প্রতি অনেক বেশি বস্তুনিষ্ঠ। চৌরঙ্গী পড়ার পর ১৯৬৮ সালের ছবিটি দেখে আমার সবসময়ই মনে হত গল্পটির চরিত্রগুলোর সাথে সুবিচার করা হয়নি। স্যাটা বোস ছাড়া বাকি প্রায় সবকটি চরিত্রই কম গুরুত্ব পেয়েছিল ছবিটিতে, হতে পারে সেটা উত্তমকুমারের স্টার সত্ত্বাকে কাজে লাগানোর জন্য। সৃজিত সেই পথে হাঁটেনি। শাহজাহান রিজেন্সি ছবিতে শংকরের উপন্যাসটিই উঠে এসেছে।”
তবে মূল উপন্যাসটির কিছু চরিত্র তাঁর ছবি থেকে পুরোপুরি বাদ দিতে হয়েছে, জানালেন সৃজিত।
১৮ জানুয়ারী মুক্তি পাচ্ছে শাহজাহান রিজেন্সি।