আবারও খলচরিত্রে সুদীপ্তা
RBN Web Desk: আবারও খলচরিত্রে অভিনয় করতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এর আগে ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকে খলচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এই ধারাবাহিকে মণিমল্লিকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
নতুন ধারাবাহিক ‘সিংহলগ্না’তে ফের এক খলচরিত্রে থাকছেন সুদীপ্তা। ভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপটের অল্পবয়সী দুটি ছেলেমেয়েকে নিয়ে আবর্তিত হবে এই ধারাবাহিকের কাহিনী। রায়চৌধুরী জমিদার বংশের এই ছেলেটির সঙ্গে বন্ধুত্ব হয় এক মালির মেয়ের।
আরও পড়ুন: লতার কোলে ভবিষ্যতের তারকা, স্মৃতিতে ডুব দিলেন গায়িকাও
তবে ‘সাত ভাই চম্পা’ ছাড়াও ‘নজর’ ও ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করেছিলেন সুদীপ্তা। একই নামের হিন্দী ধারাবাহিকের অনুপ্রেরণায় তৈরি ‘নজর’-এ এক দ্বৈত-মস্তক বিশিষ্ট ডাইনির চরিত্রে দেখা গেছে তাঁকে। অন্য দিকে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’তে তাঁর অভিনীত চরিত্রটির নাম ছিল বিশাখা।
১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘সিংহলগ্না’র সম্প্রচার।