এবার বিদ্রুপের শিকার ইমন চক্রবর্তী
RBN Web Desk: অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে সমর্থন। আর তারই জেরে বিদ্রুপের শিকার হলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী । দিতিপ্রিয়ার পাশে দাঁড়ানোর ফলে অপমানের ঢেউয়ের হাত থেকে রেহাই পেলেন না ইমন।
করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটির নামভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ধারাবাহিকটি। সম্প্রতি পানিহাটি উৎসবে রাধারমণ দত্ত রচিত কলঙ্কিনী রাধা গানটি গেয়েছিলেন দিতিপ্রিয়া। বেসুরো গলায় গাওয়া এই গানের ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে আর সঙ্গে-সঙ্গে চোখা-চোখা বাক্যবাণ ধেয়ে আসে এই অভিনেত্রীর দিকে।
শ্যামা মেয়ের জীবনে ঝড় তুলতে আসছেন প্রিয়ম
দিতিপ্রিয়ার সমর্থনে ইমন বলেন, ‘শিল্পীদের নিয়ে যা ইচ্ছে করা যায়, না? যা খুশি নাকি? আমি নিজে একজন শিল্রী হয়ে এর প্রতিবাদ করছি।’ তিনি মনে করিয়ে দেন যে দিতিপ্রিয়া একজন ১৬ বছর বয়সী কিশোরী। সে যে মেগা-ধারাবাহিকে অভিনয় করার চাপ সামলেও তার পড়াশোনাটা অনায়াসে চালিয়ে যাচ্ছে ও ভাল ফলও করছে, সেটা ভুলে গেলে চলবে না।
সোশাল মিডিয়ায় এই পোস্টটি করার পরেই ইমনের দিকে ধেয়ে আসে বিদ্রুপের তীর। বিরক্ত গায়িকা কিছুক্ষণ পরেই সেই পোস্টটি সরিয়ে দেন। ইমন এরপর লেখেন, তিনি আর কখনও কোনও বিষয়ে মন্তব্য করবেন না। ‘ফেসবুকে শুধু সুন্দর-সুন্দর ছবি দেব। খারাপ কথা বলতে বা শুনতে ভালো লাগে না,’ বলেন ক্ষুব্ধ গায়িকা।
এর আগেও করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে দিতিপ্রিয়ার কিছু সংলাপ উচ্চারণ সোশাল মিডিয়ায় নানান ব্যঙ্গ-বিদ্রুপ উদ্রেক করে। বেশকিছু ক্ষেত্রেই তা শালীনতার মাত্রাও ছাড়িয়ে যায়।