এবার বিনোদিনী শুভশ্রী, চৈতন্যদেব পরমব্রত

RBN Web Desk: কথা ছিল প্রিয়াঙ্কা সরকার থাকবেন এই চরিত্রে। সেইমতো স্ক্রিন টেস্টও হয়ে গেছিল। চৈতন্যলীলার সাজে প্রিয়াঙ্কার সেই ছবি দেখে দর্শকের মধ্যেও সাড়া পড়ে যায়। সে সবই এখন অতীত। নতুন বিনোদিনী হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তেমনটাই জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সম্প্রতি এক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করলেন তিনি। 

ছবির নাম ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ছবির চিত্রনাট্য ও পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৯ সালে। সেই সময় ছবিটি করার কথা ছিল সৃজিতের। চিত্রনাট্যও তিনিই করেছিলেন। চৈতন্যদেবের ভূমিকায় তখন ছবিতে থাকার কথা ছিল যিশু সেনগুপ্তের। যিশু তাঁর কেরিয়ারের শুরুতে দীর্ঘদিন টেলিভিশনে এই চরিত্র করেছিলেন। ছবির গান তৈরি করবেন কবীর সুমন, সেই কথাও সৃজিত নিজেই জানিয়েছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালে। তারপর এল কোভিড।

আরও পড়ুন: পুরুলিয়ায় আউটডোর, প্রকাশ্যে ‘বানসারা’র লুক

ইতিমধ্যে যিশুর সঙ্গে সৃজিতের সম্পর্কের অবনতি ঘটায় ছবির কাস্টিং বদলায়। পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chattopadhyay) চৈতন্যদেবের চরিত্রে দেখা যাবে এমনটাই জানা গেছিল তখন। ছবির অন্যতম নির্মাতা রানা সরকারও সেই সময় জানিয়েছিলেন ছবিটি সৃজিত করছেন। ২০২৩ সালে প্রিয়াঙ্কার লুক প্রকাশিত হয়। কিন্তু গতবছরের শুরুতে জানা যায় ছবিটি সৃজিত নয়, বরং মুম্বইয়ের পরিচালক তিগমাংশু ধুলিয়া করতে পারেন। আবার সম্প্রতি জানা গেছে ছবিটি সৃজিতই পরিচালনা করবেন তাঁর পুরোনো চিত্রনাট্যে। সেই সূত্রেই শুভশ্রীকে নিয়ে সৃজিতের এই হঠাৎ-ঘোষণা। 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বড়পর্দায় সৌরভ-সৌমিতৃষা, প্রকাশ্যে লুক

গত পুজোয় মুক্তি পেয়েছে সৃজিতের ‘টেক্কা’। সেই ছবিতেই শুভশ্রীর অভিনয় করার কথা ছিল। কিন্তু শুটিং শুরুর সময় তিনি সন্তানসম্ভবা হয়ে পড়ায় সৃজিত তাঁকে বাদ দিতে বাধ্য হন। তাই শুভশ্রীর সঙ্গে একটি ছবি তিনি করতেনই। এখনও পর্যন্ত আর কোনও চরিত্রে বদলের কথা শোনা যায়নি। সব ঠিক থাকলে পরমব্রতকেই মুখ্য চরিত্রে দেখা যাবে। তবে যেহেতু এই ছবি চৈতন্যদেবকে নিয়ে, তাই বিনোদিনীর ভূমিকা তাতে খুব বেশি থাকার কথা নয়।

আরও পড়ুন: ফলোয়ার বাড়ানোর আসক্তি নিয়ে সিরিজ়

এদিকে সম্প্রতি শোনা গেছিল ঋতাভরী চক্রবর্তীও থাকতে পারেন ছবিতে। এছাড়া গিরিশ ঘোষের চরিত্রে থাকবেন ব্রাত্য বসু এমনটা অনেক আগেই স্থির হয়েছিল। গত ছয়-সাত বছর ধরে পরিকল্পনা করে শেষমেশ ছবিটি কবে এবং কাদের নিয়ে মুক্তি পায় সেটাই এখন দেখার।

ছবি: RBN আর্কাইভ




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *