কনসার্ট ইকোনমির পক্ষে সওয়াল নরেন্দ্র মোদির
RBN Web Desk: দেশে কনসার্ট ইকোনমির পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের মুম্বইয়ে একটি মাত্র শো করার কথা ছিল। শেষ পর্যন্ত পাঁচটি অনুষ্ঠান সেরে ভারত ছেড়েছে তারা। ২৬ জানুয়ারি অহমদাবাদের শেষ শো করে এই ব্যান্ড।
আজ ওড়িশায় একটি অনুষ্ঠান উদ্বোধন করতে এসে মোদি বলেন, এ দেশে কনসার্ট ইকোনমির বিরাট সম্ভাবনা রয়েছে। ভারতে সঙ্গীত ও নৃত্যকলার বিরাট ঐতিহ্য রয়েছে। বেসরকারি সংস্থার সহযোগিতায় রাজ্যগুলি কনসার্ট ইকোনমির জন্য পরিকাঠামো গড়ে তুলুক। এতে রাজ্য এবং দেশের অর্থনীতি উপকৃত হবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: পুরুলিয়ায় আউটডোর, প্রকাশ্যে ‘বানসারা’র লুক
উল্লেখ্য ‘কোল্ডপ্লে’র প্রতিটি কনসার্টে টিকিটের চাহিদা ছিল বিপুল। টিকিট কালোবাজারি হয়েছে বলেও শোনা গেছে। মুম্বই এবং অহমদাবাদে দেশের আন্যান্য শহর থেকে বহু মানুষ এই কনসার্ট দেখতে যান।
ডিসেম্বরে ব্রায়ান অ্যাডামস ভারতে অনুষ্ঠান করতে আসেন। কলকাতা, মুম্বই, শিলং, হায়দরাবাদ, গুরুগ্রাম ও বেঙ্গালুরুতে শো করেন তিনি। কানাডার এই পপ তারকার প্রতিটি অনুষ্ঠানেই ছিল উপচেপড়া ভিড়।