পুরুলিয়ায় আউটডোর, প্রকাশ্যে ‘বানসারা’র লুক

RBN Web Desk: ঘন জঙ্গলের মধ্যে চল্লিশ ফুট উঁচু বনদেবীর মূর্তি, তার সামনে অস্ত্র হাতে লড়াইয়ে প্রস্তুত মুখোমুখি দুই পক্ষ। একদিকে পুলিশ বাহিনী অন্যদিকে বড়মা ও তার অনুগামীরা। সম্প্রতি প্রকাশ্যে এল ‘বানসারা’ ছবির লুক। আতিউল ইসলাম (Atiul Islam) পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও মুন সরকার। 

পুরুলিয়ার নানা জায়গায় চলছে ছবির শুটিং। ছবির গল্প মানুষ বনাম দৈবের। অপরাজিতা রয়েছেন বড়মায়ের চরিত্রে। অন্যদিকে পুলিশ আধিকারিক অজিতেশের চরিত্রে দেখা যাবে বনিকে। 

আরও পড়ুন: ভিন্টেজ ওয়াইনের স্বাদ দেবে অপর্ণা-অঞ্জন জুটি, দাবি পরমব্রতর

শহুরে সভ্যতা থেকে বহুদূরে অবস্থিত পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম বানসারা। জঙ্গলে ঘেরা গ্রামের বনদেবী বানসারার নাম অনুসারেই গ্রামের এমন নামকরণ। ভক্তদের বিচারে এই বনদেবী খুবই জাগ্রত। এমনকী গ্রামের মানুষের পাপের শাস্তি তিনি নিজের হাতে দিয়ে থাকেন বলে কথিত। সেই শাস্তির বিধান আসে বড়মা মারফত। বড়মা এই গ্রামের দণ্ডমুন্ডের কর্তা। গ্রামের সমস্ত ভালোমন্দের শেষ কথা জমিদার পরিবারের মেয়ে গৌরিকা দেবী এই এলাকায় বড়মা নামে পরিচিত। দেবীর সমস্ত আদেশ তিনিই জানিয়ে দেন প্রজাদের। এককথায় তিনিই এ গ্রামের রক্ষক।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বড়পর্দায় সৌরভ-সৌমিতৃষা, প্রকাশ্যে লুক

হঠাৎই গ্রামে এসে পৌঁছয় পুলিশ আধিকারিক অজিতেশ। তার নামে রয়েছে অজস্র এনকাউন্টারের অভিযোগ। বহুবার বদলি হয়ে এই গ্রামে এসেছে সে। এদিকে গ্রামে দেবীমায়ের শাস্তির নামে হয়ে চলে একের পর এক খুন। এবার কে রক্ষা করবে গ্রামকে? বড়মায়ের সঙ্গে কি সংঘাত লাগবে অজিতেশের? 

শুটিং প্রসঙ্গে আতিউল জানালেন, “প্রতিদিন প্রায় ছ’-সাতশো টেকনিশিয়ন নিয়ে শুটিং চলছে। অপরাজিতা এবং বনিকে এরকম কোনও ভূমিকায় এর আগে দর্শক দেখেননি এটুকু বলতে পারি। বড়মাপের ছবি হতে চলেছে ‘বানসারা’।” 

ছবিতে থাকছে তিনটি গান। দুর্গাপুজোর সময় মুক্তি পাবে ‘বানসারা’। 

Anurag Kashyap

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *