‘অমর সঙ্গী’ আজও আমার সিগনেচার: প্রসেনজিৎ

RBN Web Desk: ‘চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই/আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই।’ এই গানের সঙ্গে পরিচয় নেই এমন বাঙালি দর্শক বিরল। বর্তমান প্রজন্ম জন্মে থেকে এই গান শুনে এসেছে, তার আগের প্রজন্মের কাছেও এই গান আইকনিক। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক পাবে নতুন ‘অমরসঙ্গী’ ছবির টিমকে শুভেচ্ছা জানাতে এলেন পুরোনো ‘অমর সঙ্গী’র সাগর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)

১৯৮৭ সালে মুক্তি পায় প্রসেনজিৎ ও বিজয়েতা পণ্ডিত অভিনীত ‘অমর সঙ্গী’ ছবিটি। ৩৮ বছর পরেও সেই ছবি এবং ছবির গানকে মনে রেখেছে মানুষ। ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) ও সোহিনী সরকার (Sohini Sarkar) অভিনীত ‘অমরসঙ্গী’ ছবিটি। দিব্য চট্টোপাধ্যায় পরিচালিত এই রোমান্টিক ছবির নামকরণ অনেকেরই স্মৃতির ঝাঁপি খুলে দেবে। 

আরও পড়ুন: ভিন্টেজ ওয়াইনের স্বাদ দেবে অপর্ণা-অঞ্জন জুটি, দাবি পরমব্রতর

১৯৮৭ থেকে ২০২৫, প্রেমের ভাষা কতটা বদলে গেছে বলে মনে করেন প্রসেনজিৎ? 

“আমি বিশ্বাস করি না প্রেম বদলায়,” বললেন তিনি। “প্রেম আগেও যেমন ছিল আজও তাই আছে। শুধু প্রেমের ভাষা বা ব্যাকরণ বদলেছে। আজকাল হোয়াটসঅ্যাপে সবকিছু খুব সহজে বলে দেওয়া যায়। আমাদের সময় একটা সরি বলতে পনেরো দিন অপেক্ষা করতে হতো। সেটাও একটা অন্যরকম ভালোলাগা ছিল। আজকাল সে সবই অনেক তাড়াতাড়ি হয়ে যায়।”

আরও পড়ুন: হাফপ্যান্ট পরে অভিনয়, কিশোরের প্রস্তাবে সত্যজিতের অট্টহাসি

ভালোবাসার মতোই সিনেমার ভাষাও পাল্টে গেছে বলে মনে করেন প্রসেনজিৎ।

“ছবির ধারা, গল্প বলার ধারা অনেক পাল্টে গেছে। ‘অমর সঙ্গী’কে মানুষ মনে রেখেছে তার জন্য আমি একা দায়ী নই। আমার সঙ্গে যাঁরা কাজ করেছিলেন তাঁদের প্রত্যেকের কৃতিত্ব আছে। অবশ্যই কিশোর কুমারের বিরাট কৃতিত্ব এই গানটাকে অমর করে দেওয়ার জন্য,” বললেন প্রসেনজিৎ।

আরও পড়ুন: ‘আশিকি ৩’ ছাড়লেন তৃপ্তি দিমরি

তবে নাম ছাড়া দুটি ছবির মধ্যে আর কোনও বিষয়ে মিল নেই বলে জানালেন প্রসেনজিৎ। এই সূত্রে সম্প্রতি জনপ্রিয় হওয়া হিন্দি ছবি ‘স্ত্রী’র প্রসঙ্গ তুললেন তিনি। “এই ছবিতে ভালোবাসার সঙ্গে একটু ভয় পাওয়াও আছে। মানুষ এখন এরকম ছবিই চাইছে যেখানে হাসি-মজার সঙ্গে ভয়ও থাকে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হিট ‘স্ত্রী’ সেটাই প্রমাণ করে। রমকম ঘরানা ব্যাপারটা ইদানিং প্রায় উঠেই গেছে। ওটা আমাদের সময় হতো। এই ছবিটাও খানিকটা সেরকম। তার ওপর এটা মুক্তি পাবে সরস্বতী পুজোর সময়। সেটা অল্পবয়সী প্রেমিক-প্রেমিকাদের জন্য খুব আনন্দের একটা সময়। সকলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখুন। কমেডি নির্ভর খুব সুন্দর ছবি বানিয়েছে ওরা,” বললেন প্রসেনজিৎ।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

‘অমর সঙ্গী’ তাঁর নিজের কাছে কতটা নস্টালজিক? 

“নস্টালজিয়া আর কই, ওটা তো আমার সিগনেচার। আজও পৃথিবীর যেখানে শো করতে যাই সেখানেই আমার এন্ট্রির সময় ওই টিউন বাজবেই আর আমাকে একটু গেয়ে শোনাতে হবে। আমার তো আরও অজস্র হিট সুপারহিট গান আছে। কিন্তু এই গানটার একটা আলাদা আবেগ আছেই। মানুষও যেমন ভালোবাসেন আমিও ভালোবাসি। এই গানটার অবদান আমি কখনও ভুলতে পারব না” বললেন প্রসেনজিৎ। 

৩১ জানুয়ারি মুক্তি পাবে ‘অমরসঙ্গী’। 

ছবি: RBN আর্কাইভ

Anurag Kashyap

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *