ক্রাইমের কানাগলিতে দৌড়, আসছে ‘লালবাজার’
RBN Web Desk: একটা শহর কতটা বাসযোগ্য তা বোঝা যায় তার অপরাধের সংখ্যা থেকে। আবার ওপর থেকে যে শহরকে শান্তিপ্রিয় মনে হয়, সন্ধ্যা নামার পরে, কখনও বা দিনের আলোতেও তা পরিণত হয় ক্রাইমের পিঠস্থানে। একটি শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রধানত সেখানকার পুলিশের। তা সত্বেও কি অপরাধ এড়ানো যায়? সবসময় যায় না। আর তখনই ডাক পরে আনিসুর, গৌরাঙ্গ, রিজু ও মীরার। সিনিয়র ইন্সপেক্টর সুরঞ্জন সেনের নেতৃত্বে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের এই চার দুঁদে গোয়েন্দা নেমে পড়ে অপরাধীকে কবজা করতে। এই নিয়েই পরিচালক সায়ন্তন ঘোষাল নিয়ে আসছেন তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘লালবাজার’।
এই সিরিজ়ের এক একটি গল্পে দেখা যাবে একেক ধরণের অপরাধ। কখনও দক্ষিণের রবীন্দ্র সরোবরে ভেসে উঠবে ছিন্নভিন্ন একটি মৃতদেহ, আবার কখনও উত্তর কলকাতার প্রায়ান্ধকার গলিতে পাওয়া যাবে মুখে অন্তর্বাস গোঁজা বেওয়ারিশ লাশ। থাকবে অপরাধ জগতের অন্ধকার ছায়া এবং সেখানকার ছায়ামানবদের জীবনচরিত।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
চরিত্র অসংখ্য, এবং তাদের প্রত্যেকের জীবনের বর্তমান এগোতে থাকে অতীতের পথের কানাগলি অনুসরণ করে। কেন দেশী মদে আসক্ত সুরঞ্জন? কেন মেরে পঙ্গু করে দেওয়া হয়েছিল আনিসুরের বোনকে? কী আছে টেলিভিশন অ্যাঙ্কর মায়ার রহস্যময় অতীতে? এ সবেরই উত্তর খুঁজবে ‘লালবাজার’।
এই সিরিজ়ের বিভিন্ন চরিত্রে থাকছেন কৌশিক সেন, গৌরব চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, হৃষিতা ভট্ট, সুব্রত দত্ত, রব দে, অনির্বাণ চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অরিন্দোল বাগচী, দিব্যেন্দু ভট্টাচার্য, দেবপর্না চক্রবর্তী ও সায়ন্তনী গুহঠাকুরতা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সব্যসাচী চক্রবর্তী।
‘লালবাজার’-এর কাহিনীকার রঙ্গন চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।
১৯ জুন জ়ি ফাইভে বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে ‘লালবাজার’।
বিনোদন জগতের সব খবর পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল