অচলাবস্থা অব্যাহত, এবার নতুন দুঃশ্চিন্তা টালিগঞ্জে

কলকাতা: পঞ্চম দিনে পড়লো টালিগঞ্জ স্টুডিয়োপাড়ায় অচলাবস্থা। গতকাল আর্টিস্ট ফোরাম ও প্রযোজক-পরিচালকদের বৈঠকে আসেনি কোনও সমাধান। শ্যুটিং বন্ধ, তাই পুরনো এপিসোডই দেখনো হচ্ছে প্রায় সব ধারাবাহিকেই। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন চ্যানেল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারী টেলিভিশন চ্যানেলের উচ্চপদস্থ আধিকারিক রেডিওবাংলানেট-কে জানালেন, “এভাবে পুরনো এপিসোড দেখিয়ে বেশিদিন টানা যাবে না। ইতিমধ্যেই দর্শক কমতে শুরু করেছে। একবার যে পর্ব সম্প্রচার হয়ে গেছে, দ্বিতীয়বার তা দেখতে আগ্রহী হবেন না কেউই। এর ফলে এই সব ধারাবাহিকের টিআরপি পড়তে থাকবে, আর তখন বিজ্ঞাপনদাতারাও মুখ ঘুরিয়ে নেবেন। আয় কমতে থাকবে চ্যানেলগুলির, আর তার জেরে ক্ষতিগ্রস্ত হবে টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সব পক্ষ।”

নীরবতার মাঝে অন্য প্রেমের ছবি, মুক্তি পেল টিজ়ার

বিজ্ঞাপনদাতা সংস্থাগুলির সাথে প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষের চুক্তির প্রধান শর্তই হলো টিআরপি। প্রতি সপ্তাহে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল দেশের সমস্ত টেলিভিশন অনুষ্ঠানের টিআরপি প্রকাশ করে থাকে। তার ভিত্তিতেই বিজ্ঞাপনদাতারা ঠিক করেন কোন অনুষ্ঠানে বিজ্ঞাপন দিলে তারা সবথেকে বেশি লাভবান হবেন।

এই সপ্তাহে যদি জট কাটেও, তাহলেও নতুন পর্ব শ্যুট করে তাকে সম্প্রচারের জন্য প্রস্তুত করতে সময় লাগবে দু-তিন দিন। ওয়াকিবহাল মহলের ধারণা,  বর্তমান সংকটের কোনও আশু সমাধান না হলে বিজ্ঞাপনদাতারা বিমুখ হতে পারেন, এই দুঃশ্চিন্তা টালিগঞ্জে ছোটবড় সব প্রযোজককে গ্রাস করবে অচিরেই।

Amazon Obhijaan 

Like
Like Love Haha Wow Sad Angry
1

Prabuddha

Foodie, lazy, bookworm, and internet junkie. All in that order. Loves to floor the accelerator. Mad about the Himalayas and its trekking trails. Forester in past life. An avid swimmer. Also an occasional writer and editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *