বন্ধ হতে পারে নন-ফিকশন শো-এর কাজও
কলকাতা: ফিকশন-ভিত্তিক ধারাবাহিকের পর এবার নন-ফিকশন শো। শিল্পীদের বকেয়া পারিশ্রমিক না মেটালে এবং সময়মত প্রাপ্য বেতন না দিলে বাংলা টেলিভিশনে সমস্ত নন-ফিকশন শো-এর কাজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে টালিগঞ্জে।
আর্টিস্ট্স ফোরামের সিনিয়র আধিকারিক রচনা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানালেন, “আজ থেকে ১৫ দিন সময় দিয়েছি আমরা প্রযোজকদের। তার মধ্যে এই অচলাবস্থার সুরাহা না হলে কোনও নন-ফিকশন শো-এ কাজ করব না আমরা। দৈনিক ১০ ঘন্টার বেশি কোনও শিল্পীকে দিয়ে কাজ করানো যাবে না। তার বেশি হলে ওভারটাইমের পারিশ্রমিক দিতে হবে।”
রচনার কথা সত্যি হলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, এদের কাউকেই টেলিভিশনে সঞ্চালনার কাজে দেখা যাবে না।
চিত্রনাট্য তৈরি, তবুও আসছে না অদম্য সেন
রচনার অভিযোগ, “বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনশোর মত শিল্পী কাজ করেন। কলাকুশলীর সংখ্যা প্রায় সাত হাজার। হাতে গোনা কয়েকজন প্রথম সারির শিল্পীদের বাদ দিলে, বাকিরা কেউই দৈনিক দুশো থেকে পাঁচশো টাকার বেশি পান না। এছাড়াও প্রায় প্রতিদিনই প্রযোজক পক্ষের দূর্ব্যবহারের সম্মুখীন হতে হয় তাদের।”
যে কোনও সময়ে কাজ শুরু করতে রাজি আছেন তারা, দাবী রচনার। তবে তার আগে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে এবং প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে সেই মাসের প্রারিশ্রমিক দিতে হবে, জানালেন তিনি।
নীরবতার মাঝে অন্য প্রেমের ছবি, মুক্তি পেল টিজ়ার
গতকাল আর্টিস্ট্স ফোরামের সভায় উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ, ঋত্বিক চক্রবর্তী, জিৎ, সোহম, মিমি চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলী, অপরাজিতা, ভরত কল, পল্লবী চট্টোপাধ্যায় ও রিমঝিম মিত্র-এর মত শিল্পীরা।