বড় আশা করে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ক্ষোভের মুখে ইন্দ্রাণী
RBN Web Desk: দিতিপ্রিয়া রায়ের পর ইন্দ্রাণী হালদার। কিছুদিন আগে পানিহাটি উৎসবে জনপ্রিয় লোকসঙ্গীত ‘কলঙ্কিনী রাধা’ গেয়ে শ্রোতাদের তোপের মুখে পড়েছিলেন দিতিপ্রিয়া। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন এই অভিনেত্রী।
আর এবারে ‘বড় আশা করে এসেছি গো’ রবীন্দ্রসঙ্গীতটি গেয়ে শ্রোতাদের চোখা চোখা বাক্যবানের শিকার হলেন ইন্দ্রাণী।
চেনা সম্পর্কে অচেনা উত্তরণের গল্প মুখার্জীদার বউ
ইদানিং বাংলা টেলিভিশনের বহু নায়ক-নায়িকা খোলা মঞ্চে গান গাইছেন। বিশেষত মফঃস্বল অঞ্চলে বাংলা মেগা-ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তার জন্য সেখানকার দর্শকরা এদের কাছে মঞ্চে গান গাওয়ার দাবীও জানিয়ে থাকেন। সেই দাবী মেনেই গান গাইতে গিয়ে বিপাকে পড়লেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
তবে প্রার্থনা সঙ্গীতের সঙ্গে ইন্দ্রাণীর কোমর দুলিয়ে ট্যুইস্ট নাচ আরও বেশি দৃষ্টিকটু বলে মনে হয়েছে বেশির ভাগ দর্শকেরই।