নীরবতার মাঝে অন্য প্রেমের ছবি, মুক্তি পেল টিজ়ার
কলকাতা: কখনও সদ্য কৈশোর উত্তীর্ণ এক মেয়ের নূপুর বাঁধা পা এক্কা দোক্কা খেলতে খেলতে ছুঁয়ে থাকে বাংলার ধুলোমাটি। আবার কখনও সেই পা শান্ত পুকুর জলে তোলে তরঙ্গ হিল্লোল। আর আবহে মন মাতাল করা এক বাঁশির সুরের মায়া ছড়িয়ে পড়ে আকাশ-বাতাস ছাড়িয়ে বিশ্বচরাচরে।
জল-মাটি-আকাশ-বাঁশির সুর আর সাথে অনেকটা নীরবতার এই আশ্চর্য বুনন নিয়েই আজ মুক্তি পেল পরিচালক রণদীপ সরকারের নতুন ছবি নূপুর-এর টিজ়ার।
পরিচালক হিসেবে রণদীপের দ্বিতীয় ছবি নূপুর। “মনের মত গল্প না পেলে ছবি বানাই না,” টিজ়ার রিলিজ় উপলক্ষ্যে রেডিওবাংলানেট-কে বললেন রণদীপ। সেই জন্যই কি নট এ ডার্টি ফিল্ম-এর পর তিন বছর অপেক্ষা? “একদম তাই,” দাবী পরিচালকের, “এমন ছবি করব যা দর্শকের মনে থাকবে। কারখানার মত ছবি বানানোর কোনও মানে হয় না।”
শব্দ যখন ছবি আঁকে
ছবির প্রধান দুই চরিত্র বংশী ও নূপুর মূক ও বধির। এই দুই চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে শুভজিৎ কর ও তনুশ্রী। শুভজিৎ ছোট পর্দার পরিচিত মুখ। মিলনতিথি, ভালোবাসা ভালোবাসা, গুরুদক্ষিণা, দেবীপক্ষ ও বকুল কথা ধারাবাহিকে নজর কেড়েছেন এই অভিনেতা। তনুশ্রী নবাগতা।
এছাড়াও ছবিতে অভিনয় করেছেন দেবিকা মুখোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, শ্রীরূপা সাহা, লাকি বরুয়া প্রমুখ।
২১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে নূপুর।