ফের বিশেষ চরিত্রে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়
RBN Web Desk: ইদানিং ক্যামেরার পেছনে থাকতেই বেশি পছন্দ করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি শুরু করেছেন নিজের প্রযোজনা সংস্থা ও তৈরি করে ফেলেছেন একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও। তবে শীঘ্রই ছোট পর্দায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।
জয় কালী কলকত্তাওয়ালী ও শুভদৃষ্টির পর এবারে জনপ্রিয় ধারাবাহিক ফাগুন বউ-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জয়জিৎকে। এই ধারাবাহিকে তুলতুলির স্বামী অনির্বানের ভুমিকায় অভিনয় করছেন জয়জিৎ। তুলতুলির চরিত্রে অভিনয় করছেন বুলবুলি পাঁজা।
রক্ত রহস্য নিয়ে আসছেন সৌকর্য
সূত্রের দাবী, গল্পে তুলতুলির সাথে অনির্বানের ছাড়াছাড়ি হয়ে যায় অনেকদিন আগে। একটা সময় স্বামীর হাতে মানসিক নির্যাতনের শিকার হয়েছিল সে। অনির্বান তাকে পরিত্যাগ করার পর, তুলতুলি তার মা-বাবার সাথে থাকে। সেই অনির্বানই আবার ফিরে আসে বহু বছর পর এবং এসেই গোল বাধায় তুলতুলির জীবনে। এদিকে মহুল (ঐন্দ্রিলা সেন) সমর্থন করে তুলতুলিকে। মহুল ও তুলতুলি সম্পর্কে দুই বোন।
গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ভালো জায়গাতেই রয়েছে ফাগুন বউ। কিন্তু আরও ভালো ফল করার লক্ষ্যে এবার জয়জিৎকে নিয়ে শুরু হতে চলেছে নতুন ট্র্যাক। অনির্বান চরিত্রটি সাদা-কালো মেশানো।
ছবি: আনন্দবাজার পত্রিকা