৬০০ পেরোনোর উদযাপন, ভুল প্রমাণিত হয়ে খুশি টিম ‘শ্রীময়ী’

RBN Web Desk: দেখেতে-দেখতে ৬০০ পর্ব পেরোলো ‘শ্রীময়ী’। আর সেই মাইলস্টোন উদযাপিত হল আজ। করোনার আগ্রাসনে টালমাটাল জনজীবন। অগত্যা ভার্চুয়াল মাধ্যমেই সাংবাদিকদের মুখোমুখি হলেন ইন্দ্রাণী হালদার, টোটা রায়চৌধুরী, সুদীপ মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, ঐশী ভট্টাচার্যরা। ছিলেন কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায় ও পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়ও।

হিন্দিতে ‘অনুপমা’ ছাড়াও ভারতের অন্যান্য ভাষায় ‘শ্রীময়ী’ সম্প্রচারিত হচ্ছে । “আমার মনে হয় না আর কোনও ধারাবাহিক এতগুলো ভাষায় রিমেক করা হয়েছে। প্রত্যেকটার টিআরপি এক অথবা দুই,” বললেন এই ধারাবাহিকে রোহিত সেনের চরিত্রাভিনেতা টোটা।

আরও পড়ুন: কলকাতার বুকে ক্যাফে থিয়েটারের অভিনব প্রয়াস

“আজ দু’ দশক ধরে ছবি, টেলিভিশনে ছোটবড় বহু কাজ করেছি। কিন্তু এরকম রাতারাতি খ্যাতি কোনওদিন পাইনি। ‘চোখের বালি’র বিহারী পরেই ‘শ্রীময়ী’র রোহিতকে রাখব,” বললেন টোটা।

ছকভাঙা গল্পই ‘শ্রীময়ী’র সাফল্য বলে মনে করেন লীনা ও শৈবাল। “যখন চ্যানেলের সঙ্গে আলোচনা হয়েছিল, আমি বলেছিলাম এ ধরণের গল্প ছবির পক্ষে খুব ভালো। এরকম পরিণত ধারাবাহিক টেলিভিশনের দর্শক নেবে কিনা, সে ব্যাপারে আমরা সন্দিহান ছিলাম। তবে ভুল প্রমাণিত হওয়ায় আমরা খুশি। দর্শক নিজেদের সঙ্গে এই ধারাবাহিককে মেলাতে পারছেন। এটাই ‘শ্রীময়ী’র সাফল্যের সবথেকে বড় কারণ।”

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

২০১৯-এর মাঝামাঝি ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়। তারপর থেকেই জনপ্রিয়তা তুঙ্গে। এ প্রসঙ্গে ‘শ্রীময়ী’র নামভূমিকায় থাকা ইন্দ্রাণী জানালেন, “সাফল্যের জন্য লীনাদির ভাবনা, সংলাপ এবং চরিত্রগঠনই দায়ী। ৭৫ শতাংশ কাজ লীনাদিই করে দেন, বাকিটা আমরা করি। লীনাদির সঙ্গে কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। অবশেষে সেই সুযোগ পেয়ে আর হাতছাড়া করিনি।”

ইদানিংকালে ‘শ্রীময়ী’ বন্ধ হয়ে যাওয়ার গুজবও উড়িয়ে দিলেন ইন্দ্রাণী। “এই ধারাবাহিকের এখনও অনেক পথচলা বাকি,” জানালেন তিনি। একই সঙ্গে উষসী অভিনীত জুন আন্টি চরিত্রটিও ফেরানোর জোরালো দাবি জানালেন ইন্দ্রাণী।

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

সাফল্যের পাশাপাশি ‘শ্রীময়ী’র দিকে ধেয়ে এসেছে সমালোচনাও। তৈরি হয়েছে একাধিক মিমও, যার বেশিরভাগটাই জুনকে কেন্দ্র করে। তবে শৈবাল মনে করেন, “একটা ধারাবাহিকের সাফল্য বোঝা যায় সেটাকে নিয়ে ট্রোল আর মিমের পরিমাণ দেখে। ‘শ্রীময়ী’তে জুন আন্টির জনপ্রিয়তা অসাধারণ। উষসী যে এত ভালো অভিনয় করবে, আমরা ভাবতে পারিনি।”

তবে সোশ্যাল মিডিয়ার মতামতকে গুরুত্ব দিতে নারাজ লীনা।    




উষসী নিজে কী মনে করেন? “জুন আমার পার্সোনাল ফেভারিট,” বললেন তিনি। “চরিত্রটার মধ্যে অনেক নেগেটিভ শেড রয়েছে। তবে বিবাহ বিচ্ছেদ, পরকীয়া এবং আরও নানা ঘটনা মিলিয়ে জুনের জীবনটা বিপর্যস্ত। আমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

ধারাবাহিকে শ্রীময়ীর স্বামী অনিন্দ্যর ভূমিকায় অভিনয় করছেন সুদীপ। “যখন প্রথম গল্পটা শুনি, তখন মনে হলো আমি যেন আমার মায়ের গল্প শুনছি,” বললেন তিনি।

তবে লীনা জানালেন যে বর্তমান পরিস্থিতিতে হাত খুলে কাজ করা সম্ভব হচ্ছে না। অতিমারীর প্রকোপে বর্ষীয়ান শিল্পীদের ব্যবহার করতে পারছেন না বলে আক্ষেপও করলেন তিনি।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *