হামিদার চরিত্রে রূপা ভট্টাচার্য
RBN Web Desk: ফের ছোট পর্দায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপা ভট্টাচার্য । আমি সিরাজের বেগম ধারাবাহিকে হামিদার চরিত্রে অভিনয় করবেন তিনি।
গতকাল তাঁর সোশাল মিডিয়ায় হামিদা চরিত্রে তাঁর লুক শেয়ার করেন এই অভিনেত্রী।
সংবাদমাধ্যমকে তাঁর অভিনীত চরিত্রটির ব্যপারে কিছু ভেঙে বললেন না রূপা। শুধু জানালেন, চরিত্রটিতে অনেকগুলো স্তর আছে, এবং এরকম বড় বাজেটের একটি ধারাবাহিকে অভিনয় করতে পেরে তিনি খুবই খুশি।
মহানগরের প্রথম সবকিছু নিয়ে আসছে কলি-কথা
কিছুদিন আগে জয় বাবা লোকনাথ ধারাবাহিকে একটি খল চরিত্রে অভিনয় করেছিলেন রূপা। এছাড়া তারানাথ তান্ত্রিক ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
আমি সিরাজের বেগম-এ মুখ্য দুটি চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায় ও পল্লবী দে। এছাড়াও ঘসেটি বেগমের চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ ও মীর জাফরের ভূমিকায় দেখা যাবে বাদশা মৈত্রকে।