ছ’টি ভালোবাসার কোলাজ নিয়ে ‘গল্পে মোড়া চুপকথা’

RBN Web Desk: দীর্ঘ লকডাউন কাটিয়ে অবশেষে শুরু হয়েছে আনলক পর্যায়। একে-একে শুরু হয়েছে শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ। এর মধ্যেই পাওয়া গেল সিনেমাহল খোলার খবরও। লকডাউনের মধ্যে যেমন বাধ্য হয়ে ছোটপর্দা অথবা অনলাইন মাধ্যমে কিছু ছবির মুক্তি হয়েছে, তেমনই অনেক পরিচালক ছবি তৈরি হয়ে যাওয়া সত্বেও প্রেক্ষাগৃহ খোলার অপেক্ষা করেছেন। তেমনই একজন সায়ন বসু চৌধুরী। ‘কিছু না বলা কথা’ ও ‘মেঘ বৃষ্টির মলাট’-এর পর আসছে তাঁর ছ’টি ছোটগল্পের সমন্বয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘গল্পে মোড়া চুপকথা’। এই ছবিতে অভিনয় করেছেন মৌবনী সরকার, ঈশান মজুমদার, বিবৃতি চট্টোপাধ্যায়, অভিষেক সিং, শ্রীতমা দে, সংঘমিত্রা তালুকদার, কৃশানু দাশগুপ্ত, সায়ন্তন মুখোপাধ্যায়, অশোক রায়, শুভম নন্দী, জিৎ চক্রবর্তী, দৃষ্টি মন্ডল ও হুসনে শবনম। 

ছবির প্রতিটি গল্পই ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রকাশের বিভিন্ন মাধ্যমকে অবলম্বন করে ভালোবাসা খোঁজাই এই ছবির মূল উদ্দেশ্য। এক দাদুর (অশোক) তার নাতনিকে (দৃষ্টি) গল্প শোনানো দিয়ে শুরু হবে ছবি। দাদুর কথার মধ্যে দিয়েই উঠে আসবে ছয়টি গল্প। প্রথম গল্প এক দম্পতির রোজনামচার। ঈশানী (শ্রীতমা) এক অফিসে চাকরি করে, এদিকে তার স্বামী সূর্য (অভিষেক) বাড়ির কাজ সামলায়। দ্বিতীয় গল্পটি একটি রোড স্টোরি। এক ট্রিপে গিয়ে রনিত (ঈশান) ও লিজ়ার (বিবৃতি) আলাপ হয়। তারপর পুরো ট্রিপ জুড়ে তারা একে অপরকে চিনতে থাকে। তৃতীয় গল্পটি মানসিকভাবে বিপর্যস্ত একটি মেয়ে (মৌবনী) ও তার চিকিৎসকের। চতুর্থ গল্পটি সম্রাট (কৃশানু) ও প্রিয়াঙ্কার (সংঘমিত্রা), যারা একসময় একে অপরকে ভালোবাসলেও বহুদিন আগে তাদের বিচ্ছেদ ঘটেছে। একটি ছবির চিত্রনাট্য পড়ার সময় তাদের আবার দেখা হয়। শেষের দুটি গল্পও দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালোবাসার গল্প বলবে। 

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

ছবির শুটিং লকডাউনের আগেই শেষ হয়ে গেলেও ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে কিছুদিন আগেই। ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অমিত মিত্র ও অনুপম আইচ। ছবির কাহিনী ও চিত্রনাট্য সায়নের।

প্রেক্ষাগৃহ খুললেই ছ’টি ভালোবাসার কোলাজ নিয়ে মুক্তি পাবে ‘গল্পে মোড়া চুপকথা’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *