মার্ডার মিস্ট্রি সিরিজ়ে ইন্দ্রাশিস, সৌমিতৃষা, রাজদীপ
RBN Web Desk: এবার একটি মার্ডার মিস্ট্রি সিরিজ়ে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সঙ্গে রয়েছেন ইন্দ্রাশিস রায় ও রাজদীপ গুপ্ত। এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন সৌমিতৃষা। অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) পরিচালিত ‘কালরাত্রি’ সিরিজ়ে অন্যন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপাঞ্জনা মিত্র, সৈরীতি বন্দ্যোপাধ্যায় ও অনুজয় চট্টোপাধ্যায়।
সিরিজ়ে সৌমিতৃষা অভিনীত চরিত্রের নাম দেবী। তাঁর স্বামীর চরিত্রে আছেন ইন্দ্রাশিস। দেবীর বিয়ে দিয়েই শুরু হবে সিরিজ়। বিয়ের দিনে দেবীর এক বন্ধু মায়া এসে হাজির হয়। সে ভবিষ্যতবাণী করে দেবীর স্বামীর মৃত্যু হবে খুব শীঘ্রই। আতঙ্কিত হয়ে পড়ে দেবী। আনন্দ অনুষ্ঠান মুহূর্তে অজানা আশঙ্কার দোলাচলে দাঁড় করিয়ে দিয়ে যায় পরিবারের সকলকে। তারপর কী হবে?
আরও পড়ুন: কঙ্গনার পরবর্তী ছবি
“‘কালরাত্রি’ আমার কাছে খুব স্পেশাল একটা প্রোজেক্ট ৷ ওয়েব সিরিজ়ের জগতে প্রথম পা রাখতে চলেছি এই সিরিজ় দিয়েই। সব মিলিয়ে খুব খুশি৷ দেবীর চরিত্রে একাধিক স্তর রয়েছে ৷ সিরিজ় মুক্তি পেলে দর্শক সবটা বুঝতে পারবেন। আশা করছি সিরিজ়টি দর্শকের ভালোবাসা পাবে,” বললেন সৌমিতৃষা।
‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর গতবছর ‘প্রধান’ ছবিতে নায়িকা রূপে আত্মপ্রকাশ করেন সৌমিতৃষা। ‘কালরাত্রি’ দিয়ে প্রথমবার ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন তিনি।
কিছুদিনের মধ্যেই হইচই ডিজিটাল মাধ্যমে দেখা যাবে সিরিজ়টি।