নিখোঁজ কন্যা সন্তান নিয়ে নতুন থ্রিলার
RBN Web Desk: বাংলা সাহিত্যে ও ছবিতে গোয়েন্দার সংখ্যা নেহাত কম নয়। ফেলুদা, ব্যোমকেশ, মিতিন মাসি, শবরের পর এবার একেবারে আনকোরা এক প্রাইভেট ডিটেকটিভের পালা। তার নাম কেশব। তবে এবার আর ঘটনাস্থল কলকাতা নয়। ‘সতী আর ফিরবে না’ ছবির রহস্য ঘনীভূত হয় চণ্ডীপুর নামের এক মফঃস্বল অঞ্চলে, যেখানে প্রতিটি কন্যা সন্তান জন্মের এক ঘন্টার মধ্যেই নিখোঁজ হয়ে যায়। তবে এই ঘটনা নতুন নয়। গত ছয় মাস ধরেই চলছে এই কাণ্ড। অবশেষে স্থানীয় যুবনেতার কন্যা সন্তান গায়েব হতেই সকলের টনক নড়ে। স্থানীয় থানার সাবইন্সপেক্টর মৈনাক ব্যানার্জির (সৌরভ বিট্টু) ওপর তদন্তের ভার পড়ে এবং ঘটনার সঙ্গে জড়িয়ে যায় কেশব। এই চরিত্রে অভিনয় করছেন জ্যামি ব্যানার্জি। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গৌরব চক্রবর্তী।
“কেশবের গোয়েন্দা হওয়ার খুব শখ কিন্তু তার দুর্বল ব্যক্তিত্বের কারণে সে খুব একটা পাত্তা পায় না,” তাঁর অভিনীত চরিত্রটি সম্পর্কে রেডিওবাংলানেট-কে জানালেন জ্যামি। “এদিকে সে নিজেই তদন্ত করতে থাকে এবং কোনও অগ্রগতি হলে যেচে পুলিশকে জানায়। অবশেষে কিছু বিশেষ ঘটনার পর পুলিশ তাকে তদন্তে সামিল করে।”
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
পরিচালক অভি মিত্রর এটাই প্রথম ছবি। “নতুনদের তো সুযোগ দিতেই হবে। না হলে তাদের গুণের প্রকাশ হবে কী করে,” বললেন জ্যামি।
কেশবকে আগামীতে আরও ছবিতে দেখা যাবে কি? “এই ছবি মুক্তি পাওয়ার পরেই জানা যাবে গোয়েন্দা হিসেবে কেশবের ভবিষ্যৎ কী। আপাতত এই ছবির কাজ শেষ করাই আমাদের মূল লক্ষ্য,” বললেন জ্যামি।
ছবির চিত্রনাট্য লিখেছেন তারাশ্রী ঘোষ, চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন চয়ন কর্মকার।
এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে ‘সতী আর ফিরবে না’র শুটিং।