উইগ থেকে শাড়ি, সবকিছুরই ওয়ার্কশপ করতে হয়েছে: সুস্মিলী

RBN Web Desk: শুধুমাত্র কথা বলার ভঙ্গি বা হাঁটাচলাই নয়, মাথায় ভারি উইগ থেকে শাড়ি সবকিছুই তাকে রীতিমত ওয়ার্কশপ করে রপ্ত করতে হয়েছে, এমনটাই জানালেন সুস্মিলী আচার্য। বর্তমানে ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন সুস্মিলী। ১৭ জুন থেকে এই ধরাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছে জনপ্রিয় এক বেসরকারি বাংলা বিনোদনমূলক চ্যানেলে।

এই ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সমীর বিশ্বাস, অধিরাজ গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সুমিত সমাদ্দার, দেবপ্রতীম দাশগুপ্ত ও অরিন্দোল বাগচী। এছাড়াও থাকছেন সমতা দাস ও বনি মুখোপাধ্যায়ের মত শিল্পীরা।

‘সৌদামিনীর সংসার’-এর প্রেক্ষপট পাঁচ ও ছয়ের দশকের বাংলা। কলকাতার কাছেই এক স্টুডিতে তৈরি করা হয়েছে এই ধারাবাহিকের সেট।

সব থেকে অপছন্দের বিষয়ে ফার্স্টক্লাস ফার্স্ট হয়েছিল গিরিশ: অপর্ণা

সংবাদমাধ্যমকে সুস্মিলী জানালেন, পিরিয়ড পিসে অভিনয় করাটা তার কাছে বেশ কঠিন। তবে কঠিন চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গেই বাড়বে অভিজ্ঞতা। ভালো অভিনেত্রী হওয়ার জন্য এধরণের কঠিন চরিত্র প্রয়োজন বলে মনে করেন তিনি।

‘সৌদামিনীর সংসার’-এ শঙ্করের চরিত্রে অভিনয় করছেন অধিরাজ। শঙ্করের সঙ্গে তাঁর নিজের কোনও মিল না থাকলেও, দীর্ঘ ওয়ার্কশপের পরই এই চরিত্রে তিনি সাবলীল হয়েছেন, জানালেন তিনি।

বিবাহ যখন বিভ্রাট হয়ে যায়

‘টেকো’, ‘সাগরদ্বীপের যকের ধন’ ছাড়াও বৈজ্ঞানিক মেঘনাদ সাহার ওপর একটি ওয়েব সিরিজে় কাজ করছেন অরিন্দোল। জানালেন, সময়ের অভাবে টেলিভিশনে কাজ করতে না পারলেও ‘সৌদামিনীর সংসার’-এর কাহিনী ও চরিত্র দুই বেশ আকর্ষণীয় লেগেছে তার কাছে এবং কাজটাও তিনি উপভোগ করছেন।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *