ফেলু সিরিজ়ে গোয়েন্দার চরিত্রে সৌরসেনী
RBN Web Desk: এবার এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে চলেছেন সৌরসেনী মৈত্র। পরিচালক অরিন্দম শীলের হাত ধরে সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকায় আসতে চলেছে এক নারী চরিত্র। তাই ‘সাবাশ ফেলু’ ওয়েব সিরিজ়ে এক আইবি অফিসারের চরিত্রে দেখা যাবে সৌরসেনীকে। সত্যজিতের ‘গ্যাংটকে গণ্ডগোল’ অবলম্বনে এই সিরিজ়ের প্রথম সিজ়ন পরিচালনা করছেন অরিন্দম। বলা বাহুল্য, মূল কাহিনীতে সৌরসেনী অভিনীত চরিত্রটি ছিল না। সিরিজ়ে গোয়েন্দা প্রদোষ মিত্র ওরফে ফেলুদার ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তপেশের চরিত্রে থাকছেন ঋতব্রত মুখোপাধ্যায়। ‘গ্যাংটকে গণ্ডগোল’ সত্যজিতের দ্বিতীয় ফেলু উপন্যাস।
এছাড়াও ‘সাবাশ ফেলু’র অন্যান্য বেশ কয়েকজন অভিনেতাদের নাম জানা গিয়েছে। শশধর বোসের চরিত্রে থাকবেন ঋত্বিক চক্রবর্তী। নিশিকান্ত সরকারের চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। একটি বিশেষ চরিত্রে থাকছেন রজতাভ দত্ত।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
গোয়েন্দা ফেলুদার কোনও গল্পেই সেভাবে নারী চরিত্রদের দেখা যায় না। একমাত্র ‘শকুন্তলার কণ্ঠহার’ গল্পটি ব্যতিক্রম। এছাড়া ছোট কিছু চরিত্রে যেমন ‘ছিন্নমস্তার অভিশাপ’ বা ‘ডঃ মুন্সীর ডায়েরি’ গল্পে কয়েকটি মহিলা চরিত্র এসেছে মাঝেমধ্যে। তবে এর বাইরে বেশিরভাগ গল্পেই মহিলা চরিত্রের কোনও উল্লেখ রাখেননি সত্যজিৎ।
মহিলা চরিত্রের অনুপস্থিতি কিছু ক্ষেত্রে সত্যজিতের সিগনেচার স্টাইল বলেই ধরে নেওয়া হয়। এর আগে সৃজিত মুখোপাধ্যায় ফেলুদার গল্প নিয়ে ওয়েব সিরিজ়ের কাজ শুরু করায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি হয়তো নারী চরিত্র নিয়ে আসতে পারেন, কারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ়ে ক্ষেত্রে এমনটাই ঘটিয়েছিলেন সৃজিত। তবে এবার অরিন্দমের সিরিজে নারী চরিত্রের আগমনে জনপ্রিয় ফেলু কাহিনীর কী পরিণাম হতে চলছে তা সময়ই বলবে।
ছবি: গার্গী মজুমদার