অমিত ও লাবণ্য এখন, প্রকাশিত হল পোস্টার
RBN Web Desk: কলকাতার বুকে একটি বৃদ্ধাশ্রম চালান অমিত রায়। বন্ধুস্থানীয় নরেন্দ্র সেখানে ম্যানেজার। একদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন অধ্যাপিকা আসেন বৃদ্ধাশ্রমের নতুন সদস্যা হয়ে যাঁর নাম লাবণ্য দত্ত। সেই কোন বিস্মৃত অতীতে অমিত ও লাবণ্যর পথ আলাদা হয়ে গিয়েছিল অন্য জীবনসঙ্গীর হাত ধরে। তারপরে মাঝখানে কেটে গেছে কয়েক যুগ। আজ আবার এই বৃদ্ধাশ্রমে দুজনে মুখোমুখি। পুরোনো কথা উঠে আসে স্মৃতির সিঁড়ি বেয়ে।
পরিচালক জিৎ চক্রবর্তীর ছবি ‘শেষের গল্প’র মূল সুর ধরে রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’র প্রধান চরিত্ররা। সঙ্গে উঠে এসেছে কয়েকটি নতুন চরিত্র। সম্প্রতি প্রকাশ করা হল এই ছবির পোস্টার।
অমিত ও লাবণ্য একে অপরকে ভালোবাসলেও কালের যাত্রার ধ্বনির তালে পা মিলিয়ে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেয়। কেতকী ও শোভনলালকে জীবনসঙ্গী করে তারা আপন আপন গন্তব্যের পথে পাড়ি দেয়। সেই মিতা ও বন্যার দেখা হয় এত বছর পরে। তাদের ফিরে দেখার প্রসঙ্গে উঠে আসে এই প্রজন্মের আকাশ ও কুহুর কথাও। বহু বছর আগে যে টানাপোড়েনে ভিন্ন পথ বেছে নিয়েছিল অমিত ও লাবণ্য, আজ সেই একই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে আকাশ ও কুহু। তারাও কি তাহলে আলাদা হয়ে যাবে? যে যার মত বেছে নেবে জীবন? আর এত বছর বাদে মুখোমুখি হয়ে অমিত ও লাবণ্য কি ফিরে পেতে চাইবে অতীতের সেই দিনগুলো? এই সমস্ত উত্তর নিয়ে আসছে ‘শেষের গল্প’।
বিবাহ যখন বিভ্রাট হয়ে যায়
ছবিতে অমিত ও লাবণ্যর ভূমিকায় থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শংকর। এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, দুর্গা সাঁতরা, কল্যাণ চট্টোপাধ্যায়, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, ও অর্ণ মুখোপাধ্যায়।
রাজীব চক্রবর্তীর কথায় ও জয় সরকারের সুরে ‘শেষের গল্প’র গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, কৌশিকি চক্রবর্তী, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র ও সোমলতা আচার্য। এই ছবিতে প্রথমবার একসঙ্গে গান গাইলেন নচিকেতা ও কৌশিকি।