রামকমলের ‘লোকাল’-এ সওয়ার ঋতুপর্ণা, পাওলি
RBN Web Desk: বাংলা চলচ্চিত্র জগতে এখন থ্রিলারের রমরমা চললেও তার বাইরে ছকভাঙা ছবি দেখতেও দর্শকদের আগ্রহ কিছু কম থাকে না। সে কোনও নির্দিষ্ট পিরিয়ড পিস হোক, বা সামাজিক গল্প। রামকমল মুখোপাধ্যায় কিছুদিন আগেই তাঁর নতুন বাংলা ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর কথা ঘোষণা করেছিলেন। কলকাতা শহরের ইতিহাসের এক নির্দিষ্ট সময়ের কাহিনি বলবে সেই ছবি। এদিকে তাঁর পরবর্তী ছবির ঘোষণায় নিজের কাজের ঘরানা পুরোপুরি বদলে ফেলেছেন পরিচালক। তাঁর নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ জীবনযুদ্ধের গল্প শোনাতে চলেছে।
তারকাখচিত ছবি হতে চলেছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), পাওলি দাম (Paoli Dam), চান্দ্রেয়ী ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গীতা সিংহ, শৌর্য ভট্টাচার্য্য, সায়নী ঘোষ, রাজনন্দিনী পাল ও দেবাশিস মণ্ডল।
এই ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে মধ্যবিত্ত গৃহবধূ লাবণ্যর চরিত্রে। তাঁর স্বামীর চরিত্রে থাকছেন কৌশিক। ঋতুপর্ণা-কৌশিকের সংসারে কাজের মেয়ে কল্যাণীর ভূমিকায় রয়েছেন পাওলি। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ফিরছেন ভাদুড়িমশাই, এবারও চিরঞ্জিত
পাওলি জানালেন, “আমার অভিনীত চরিত্রটি গোটা ছবিটিকে এক সূত্রে বেঁধে রাখবে। দর্শকদের মনে ছাপও ফেলবে। রামকমলের সঙ্গে ২০১৮ সাল থেকে কাজের পরিকল্পনা হয়ে চলেছে। অবশেষে তা হলো।”
ছবির আরেক কেন্দ্রীয় মহিলা চরিত্র হিসেবে থাকছেন সঙ্গীতা। অভিনেত্রী দামিনী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করেছেন তিনি। “রামকমলদা যখন আমাকে এই ছবির কথা বললেন, আমি চরিত্রটা শুনেই লাফিয়ে উঠেছিলাম। এই ছবিটার সঙ্গে সকলেই একাত্ম হতে পারবেন,” বললেন সঙ্গীতা।
আরও পড়ুন: পরিবারের নতুন সদস্য জয়দীপ
পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এই ছবির চিত্রগ্রহণ করা হয়েছে। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অয়ন শীল। সঙ্গীত পরিচালনা অরছেন মনীশ চক্রবর্তী। সম্পাদনার দায়িত্বে রয়েছেন প্রণয় দাশগুপ্ত।
“যে সব অভিনেতারা বারবার নিজেদের জাত চিনিয়ে দেন, তাঁদের সঙ্গে কাজ করতে পারা যে কোনও পরিচালকের কাছে অত্যন্ত সম্মানের। কৌশিকদা, ঋতুদি, পাওলি, চান্দ্রেয়ী, প্রত্যেকেই এই ছবির সঙ্গে এতটাই জড়িয়ে গিয়েছিল যে, তাদের অভিনয়ের সেরাটুকু দিতে বিশেষ কষ্ট করতে হয়নি।”
শীঘ্রই ঘোষণা করা হবে ছবি মুক্তির দিন।