ভূতুড়ে বাড়িতে চার বন্ধুর ‘জগাখিচুড়ি’, মুক্তি পেল ট্রেলার

কলকাতা: মেসবাড়ির চার বন্ধু। চারজনেরই আর্থিক অবস্থা শোচনীয়। এই অবস্থায় তারা হঠাৎ খবর পায় মুর্শিদাবাদের এক রাজবাড়িতে গিয়ে তিন রাত কাটাতে পারলে মিলবে হাতে গরম নগদ পুরস্কার, যদিও সেই বাড়িতে গত দু’বছরে ছ’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু যেখানে পুরস্কার নগদ অর্থ সেখানে এসব ভাবলে চলে না। তাই চার বন্ধু মিলে পাড়ি দেয় সেই ভূতুড়ে বাড়ির উদ্দেশ্যে।

গন্তব্যে পৌঁছে এই চারজন আবিষ্কার করে যে একইভাবে টাকার লোভে আগে থেকেই কিছু লোক ওই বাড়িতে এসে হাজির। এদের সকলের উপস্থিতিতে সেখানে ঘটতে থাকে ভূতুড়ে সব কান্ডকারখানা। অস্বাভাবিক মৃত্যু ঘটে এক প্রৌঢ় ব্যক্তির। এরই মধ্যে আগমন ঘটে একটি নতুন চরিত্রের যার নাম শকুন। শুরু হয় ভূতের আড়ালে রহস্য উন্মোচনের এক নতুন দিক।

এখনও অনেক পথ চলা বাকি: অমিত কুমার

চার বন্ধু ও রাজবাড়িতে তাদের ভূতুড়ে অভিজ্ঞতার গল্প নিয়েই আসছে পরিচালক শুভাঞ্জন রায় ও প্রিয়দীপ (ডেভিড) সিনহার নতুন ছবি ‘জগাখিচুড়ি’। ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, দেবারতি মিত্র, অমৃতেন্দু কর, মনোজিত রায়, প্রশান্ত ধর ও সরনীতা রায়। সম্প্রতি শহরের এক সভাকক্ষে মুক্তি পেল এই ছবির ট্রেলার। উপস্থিত ছিলেন ছবির পরিচালকদ্বয় ও কলাকুশলীরা। 

ছবি নিয়ে বলতে গিয়ে অনিন্দ্য পুলক বললেন, “দর্শক আমাকে নেগেটিভ চরিত্রে দেখতেই অভ্যস্ত। কিন্তু এই ছবিতে আমার চরিত্রটি একটু অন্যরকম। আশা করছি সবার ভালো লাগবে।”  

ছবিতে গান গেয়েছেন উপল সেনগুপ্ত ও সৌরভ। ভূতুড়ে বাড়িতে চার বন্ধুর কাণ্ডকারখানা নিয়ে ‘জগাখিচুড়ি’ মুক্তি পাবে দুর্গাপুজোর আগে। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *