শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক
RBN Web Desk: শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বাংলা টেলিভিশনে আসছে এক নতুন ধারাবাহিক। বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ছবি বা টেলিফিল্ম হলেও, শিশুশ্রমকে কেন্দ্র করে কোনও ধারাবাহিক সম্ভবত এই প্রথম। নতুন এই ধারাবাহিকটির নাম ‘এক যে ছিল খোকা’। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াংশু দাস ও উজানী দাশগুপ্ত। এছাড়াও রয়েছেন রাণা মিত্র, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, পিংকি বন্দ্যোপাধ্যায়, ঐশানী দে, রাজ ভট্টাচার্য ও দেবশ্রী রায়ের মত শিল্পীরা।
‘এক যে ছিল খোকা’ ধারাবাহিকের প্রধান চরিত্র কিশোর আশিক (প্রিয়াংশু)। তার বাবা নেই, তাই মা ও বোনেদের দেখাশোনার ভার এসে পড়েছে আশিকের উপর। স্কুলের গণ্ডি পেরোতে পারেনি আশিক। অগত্যা পেটের টানে তাকে শারীরিক কসরত করতে হয়। ঘটনাচক্রে তার আলাপ হয় কোয়েলের (উজানী) সঙ্গে। কোয়েল প্রাণবন্ত শহুরে একটি মেয়ে। আশিকের সঙ্গে পরিচয় হওয়ার পর কোয়েল জানতে পারে যে জীবনটা তত সহজ নয়। কোয়েলের অবাক লাগে এই ভেবে যে এত ছোট বয়সে আশিকের বাবা-মা তাকে কি করে কাজ করতে পাঠায়? কিন্তু আশিক বা তার মত ছেলেরা একদিন কাজে না এলে যে তাদের বাড়িতে হাঁড়ি চড়বে না, তা কি কোয়েলের মত মেয়েরা ধারণা করতে পারে?
বিবাহ যখন বিভ্রাট হয়ে যায়
রবিন দাসের পরিচালনায় ১ জুলাই থেকে ‘এক যে ছিল খোকা’ দেখা যাবে প্রতিদিন এক জনপ্রিয় বাংলা বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে। তবে এই ধারাবাহিকটি সীমিত পর্বের জন্য, ছ’মাসের মধ্যেই শেষ হবে।