সৌমিত্রদাকে দেওয়া কথা রাখতেই হতো: শিবপ্রসাদ
RBN Web Desk: বেলাশুরু মুক্তির ক্ষেত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া কথা তাঁকে রাখতেই হতো বলে জানালেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদের মুখোপাধ্যায় পরিচালিত ‘বেলাশেষে’র সিক্যুয়েল ‘বেলাশুরু’। ছবির গল্প নতুন, তবে অভিনেতারা একই থাকছেন। এই ছবিতেই দ্বিতীয় ও শেষবারের মতো একসঙ্গে অভিনয় করেছিলেন সৌমিত্র ও স্বাতীলেখা সেনগুপ্ত। ‘বেলাশুরু’ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রানী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয়প্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (অভিনেতা)।
দু’বছর আগে সম্পূর্ণ হয় ‘বেলাশুরু’র কাজ। তবে করোনার অতিমারীর কারণে একাধিকবার বাতিল করতে হয় ছবির মুক্তি। মাঝের দু’বছর প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প মাধ্যম। বড়পর্দার জন্য তৈরি একের পর এক নতুন ছবি সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে।
“এই দু’বছরে আমরাও বহু ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘বেলাশুরু’ মুক্তির জন্য আমন্ত্রণ পেয়েছি। তবে আমরা শুরু থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চেয়েছিলাম। বেশিরভাগ ছবি যখন ওটিটিতে মুক্তি পাচ্ছিল, তখন সৌমিত্রদা একদিন আমাকে জিজ্ঞাসা করেন, ছবিটি কি আর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না? আমি তখন ওঁকে কথা দিই, ছবিটি প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে। তার জন্য যতদিন সময় লাগে লাগুক,” রেডিওবাংলানেট-কে জানালেন শিবপ্রসাদ।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
করোনাকালের মাঝেই প্রয়াত হয়েছেন সৌমিত্র ও স্বাতীলেখা। তাঁদের শূ্ণ্যস্থান অপূরণীয় বলেই মনে করেন ছবির পরিচালকদ্বয়। ছবির ট্রেলার মুক্তির দিন সৌমিত্র-স্বাতীলেখা নামাঙ্কিত খালি চেয়ারদুটি জানান দিচ্ছিল তাঁদের উপস্থিতি। শিল্পীর মৃত্যু হয় না, তাঁরা অমর বলেই মনে করেন নন্দিতা ও শিবপ্রসাদ।
ছবির ট্রেলার জানান দিচ্ছে ‘বেলাশেষে’র শেষবেলায় মিলে যাওয়া ছন্দগুলি কোথাও যেন ছিঁড়ে যাচ্ছে ‘বেলাশুরু’তে। তীব্র বন্ধনে আটকে থাকা জীবনগুলো যেন হাঁপিয়ে উঠে নাভিশ্বাস ফেলছে। চরিত্রগুলির মাঝে উঠে আসছে বিভিন্ন স্তর।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
“নন্দিতাদি ও শিবপ্রসাদ এত সুন্দরভাবে একটি গল্পকে সাজান যেটা জীবনেরই একটা অঙ্গ বলে মনে হয়। আর আমার মতো হাতে ট্যাটুওয়ালা কোনও ছেলেকে সহজে কেউ ছবিতে সুযোগ দেন না। সেখানে আমাকে এরকম একটা চরিত্র দেওয়ার জন্য দুই পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ,” বললেন অনিন্দ্য (অভিনেতা)।
‘বেলাশুরু’র সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (সুরকার)। মোট ছ’টি গান থাকছে ছবিতে। ইতিমধ্যে এ ছবির ‘সোহাগে আদরে’ ও ‘টাপাটিনি’ গানদুটি জনপ্রিয়তা লাভ করেছে।
২০ মে মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’।
ছবি: প্রতিবেদক