দশক পেরিয়ে অভিনয়ে শর্মিলা
RBN Web Desk: এক দশকেরও বেশি সময় পেরিয়ে অভিনয়ে ফিরছেন শর্মিলা ঠাকুর। রাহুল চিট্টেলা পরিচালিত ‘গুলমোহর’ ছবিতে দেখা যাবে তাঁকে। শর্মিলা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমল পালেকর, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ব্রেক কে বাদ’ ছবিতে শেষ দেখা গিয়েছিল শর্মিলাকে।
এই ছবিতে উঠে আসবে ৩৪ বছর পুরোনো এক বাড়ির গল্প। বাত্রা পরিবারকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। বাড়ির ছাড়ার সময় পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হচ্ছে সম্পর্কের নতুন রসায়ন। পাশাপাশি ফাঁস হচ্ছে বহু গোপন তথ্য।
আরও পড়ুন: অনবদ্য ভিক্টর, স্ক্রিনজুড়ে যেন সত্যিই গুরুদেব
সংবাদমাধ্যমকে শর্মিলা জানিয়েছেন যে ছবির চিত্রনাট্য শোনার পর তিনি না বলতে পারেননি। তাঁর মতে, গোটা পরিবার মিলে দেখা যাবে ‘গুলমোহর’।
ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। সব কিছু ঠিকঠাক থাকলে আগস্টে মুক্তি পাবে ‘গুলমোহর’।