পাহাড়ের কোলে হত্যারহস্য, মুক্তি পেল ট্রেলার

কলকাতা: শৈলশহর দার্জিলিং, সেখানকার কয়েকজন বাসিন্দা, তাদের চরিত্রের অন্ধকার দিক এবং একটি হত্যা। এই নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিরিজ় ‘মার্ডার ইন দ্য হিলস’। পরিচালনায় অঞ্জন দত্ত। এটি তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ়। এই সিরিজ়ে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বসু, সন্দীপ্তা সেন, সুপ্রভাত দাস, সৌরভ চক্রবর্তী, রাজদীপ গুপ্ত, রজত গঙ্গোপাধ্যায়, শাশ্বতী গুহঠাকুরতা ও অঞ্জন নিজে। গতকাল শহরে মুক্তি পেল ‘মার্ডার ইন দ্য হিলস’-এর ট্রেলার। উপস্থিত ছিলেন সিরিজ়ের শিল্পী ও কলাকুশলীরা। 

অঞ্জনের সঙ্গে দার্জিলিংয়ের সম্পর্ক বহুদিনের। তাঁর ছোটবেলা কেটেছে এই শৈলশহরে। তাই বারবার তাঁর গান ও ছবিতে ফিরে আসে দার্জিলিংকে ঘিরে নানা কথা। এবার সেই শহরকে কেন্দ্র করে একটি রহস্য গল্প লিখে ফেলেছেন তিনি।

আরও পড়ুন: কবে হতে পারে কলকাতা বইমেলা? জানিয়ে দিল গিল্ড

কাহিনীর কেন্দ্রে রয়েছে একটি হত্যা। নব্বইয়ের দশকের তারকা অভিনেতা টোনি রায় দার্জিলিংয়ে তাঁর জন্মদিনের পার্টিতে হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই পার্টিতে উপস্থিতদের মধ্যে ছিলেন একজন সাংবাদিক, শিক্ষিকা, লেখক, স্পোর্টস কোচ, পুলিশ, ডাক্তার, ও ছবির পরিচালকের মতো বিভিন্ন পেশার সাতজন ব্যক্তি। উপস্থিত সাংবাদিক কৌতূহলবশত খুনের তদন্ত করতে নেমে পড়েন। কিন্তু প্রতিপদে তিনি বাধা পেতে থাকেন। পাশাপাশি পার্টিতে উপস্থিত চরিত্রদের রহস্যময় কার্যকলাপ জটিলতা আরো বাড়িয়ে দেয়। কে সত্যি বলছে আর কেই বা মিথ্যে বলছে তা কীভাবে জানা যাবে? কীভাবে ছাড়াবে রহস্যের জট? এই নিয়েই আসছে ‘মার্ডার ইন দ্য হিলস’। 

তাঁর প্রথম সিরিজ়ে পরিচালক নন, বরং ক্রিয়েটর হিসেবেই নিজেকে বর্ণনা করলেন অঞ্জন। “পরিচালক তো সিনেমায় হয়, ওয়েব সিরিজ় একটা টিমওয়ার্ক। তাই এখানে পরিচালক বলাটা ঠিক নয়। আমরা সকলে মিলে কাজটা করেছি। আর কাহিনীর প্রায় পুরোটাই আমার প্রিয়তম শহর দার্জিলিংয়ে ফেলা হয়েছে। এই দুটোই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে যে দার্জিলিংকে আমি দেখিয়েছি তাকে দর্শকরা চেনেন না। এই দার্জিলিং একেবারে আলাদা,” বললেন অঞ্জন।




সিরিজের প্রায় পুরো শুটিংই এই শৈলশহরে হয়েছে। মুক্তি পেতে চলেছে প্রথম সিজ়ন। প্রত্যেকের অভিনয় নিয়েই উচ্ছ্বসিত অঞ্জন বললেন, “এখানে যাঁরা কাজ করেছে তাঁরা সকেলই অল্পবয়সী। কিন্তু এরা প্রত্যেকেই খুব স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত অভিনেতা। এদের সঙ্গে কাজ করে আমি আবার নতুন করে কাজের অনুপ্রেরণা পাচ্ছি।”

তবে ‘মার্ডার ইন দ্য হিলস’ আঞ্চলিক দর্শকের কথা ভেবে  নয়, আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে করা হয়েছে বলে জানালেন অঞ্জন। “আর একটা বিশেষ ব্যাপার হলো, গল্পের চরিত্রদের মধ্যে একজন ছাড়া আর সকলেই দার্জিলিংয়ের বাসিন্দা। তারা সেখানেই থাকে, বাইরে থেকে আসেনি। এটা এর আগে আর কোনও সিনেমা বা সিরিজ়ে হয়েছে বলে আমার জানা নেই,” বললেন অঞ্জন।  

আরও পড়ুন: সুব্রত মিত্র স্মরণে প্রদর্শনশালার পরিকল্পনা

সিরিজ়ে সুরারোপ করেছেন নীল দত্ত। অঞ্জনের গলায় একটি গান থাকছে যেটি তিনি বাংলা, হিন্দি ইংরেজি ও নেপালি ভাষা মিলিয়ে গেয়েছেন। অন্য গানগুলির মধ্যে রাহুল ও শ্রীনিবাসের গলায় একটি করে গান ছাড়াও অঞ্জন ও নীলের কণ্ঠে একটি গান থাকবে বলে জানা গেল। 

২৩ জুলাই হইচইতে মুক্তি পাচ্ছে ‘মার্ডার ইন দ্য হিলস’। 

 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *